'মনুমেন্ট অফ লাভ' হ্যাশট্যাগে স্থান পেল তাজমহল
ভারতের তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় আছে। সম্প্রতি 'ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান' হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আগ্রায় অবস্থিত এই সুন্দর সাদা মার্বেল কাঠামোটি দেখতে বিশ্বজুড়ে প্রচুর সংখ্যক ভ্রমণকারী এখানে আসেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, 'মনুমেন্ট অফ লাভ' নামে একটি হ্যাশট্যাগ সমীক্ষা চলছিল যেখানে ২.৪ মিলিয়নেরও বেশি হ্যাশট্যাগ পেয়েছে তাজমহল। সুনির্দিষ্টভাবে বলতে গেলে প্রায় ২,৩৯১,৬৮৯ মিলিয়ন। ঐতিহ্যবাহী এই স্থানটি সুন্দর বাগান ও চমকপ্রদ স্থাপত্য নিয়ে গঠিত। এটি ভারত উপমহাদেশের সোনালী ইতিহাস সম্পর্কে ধারণা দেয়।
'মনুমেন্ট অফ লাভ' তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের প্যালেস অব ভার্সাই। স্থানটি বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে। আজ এটি একটি বিশিষ্ট পর্যটন আকর্ষণ। যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকৃষ্ট করে।
প্রায় ২,২৫৬,২০২ মিলিয়ন হ্যাশট্যাগ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে মাচু পিচ্চু ও পেট্রা রয়েছে।
অন্যদিকে, গ্র্যান্ড ক্যানিয়ন ৪.৩ মিলিয়নেরও বেশি হ্যাশট্যাগ সহ বিশ্বের সর্বাধিক ‘ইনস্টাগ্রামযুক্ত প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী’ স্থানের তকমা পেয়েছে। স্থানটি ২০২২ সালে প্রায় ৪.৭৩ মিলিয়ন দর্শককে আকৃষ্ট করেছিল। বিশ্বজুড়ে পর্যটকরা ভূতাত্ত্বিক বিস্ময়ের অভিজ্ঞতা নিতে জায়গাটি পরিদর্শন করেন।
ইতালির আমালফি কোস্ট ৩.৭ মিলিয়নেরও বেশি হ্যাশট্যাগ সহ বিশ্বের সর্বাধিক ‘ইনস্টাগ্রামযুক্ত প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী’ স্থানে জায়গা করে নিয়েছে। জায়গাটি প্রাকৃতিকভাবে সুন্দর এবং স্বপ্নময়।
রোমের কলোসিয়াম এবং ট্রেভি ফাউন্টেনের মতো বেশ কয়েকটি আইকনিক ল্যান্ডমার্ক এই তালিকায় যোগ হয়েছে। ইউরোপের সুন্দর শহর প্রাগ, প্রায় ১৮.৫ মিলিয়ন হ্যাশট্যাগ নিয়ে এই প্রতিযোগীতায় স্থান করে নিয়েছে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া