অমর একুশে বইমেলায় খন্দকার ফাহমিদা ফেরদৌসের “স্পর্শের বাইরে”

Looks like you've blocked notifications!

অমর একুশে বইমেলা দ্বারপ্রান্তে। প্রতিবছরই বইমেলাকে সামনে রেখে আবির্ভাব হয় এক ঝাঁক নবীন কবি এবং লেখকের। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেল বন্ধন ঘটে নবীন ও প্রবীণ কবি, লেখক এবং পাঠকের। এরই ধারাবাহিকতায় এক ঝাঁক নবীন কবির তালিকায় নাম লেখাতে যাচ্ছেন খন্দকার ফাহমিদা ফেরদৌস তার প্রথম কাব্যগ্রন্থ “স্পর্শের বাইরে” নিয়ে।

কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে মেঘদুত প্রকাশন থেকে। প্রচ্ছদ করেছেন প্রখ্যাত চিত্রশিল্পী পাভেল আহমেদ । কবি খন্দকার ফাহমিদা ফেরদৌসের এটি প্রথম কাব্যগ্রন্থ।

সিলেটের মেয়ে ফাহমিদা প্রকৃতিকে ভীষণ ভালোবাসেন, পছন্দ করেন প্রকৃতি ও মানুষের প্রেম, ভালবাসা আর আবেগ নিয়ে লিখতে। তার জন্ম এবং বেড়ে ওঠা সিলেট শহরে। পেশায় তিনি একজন ব্যাংকার। বসবাস করেন ঢাকায়। স্বামী জাহেদ চৌধুরী একজন স্বনামধন্য সাংবাদিক। বড় ছেলে চৌধুরী মারজুক রাশদান এবং ছোট ছেলে চৌধুরী মুয়াফাক হামদানকে নিয়েই তার সংসার।