আনা ইসলামের ‘নভেরা : বিভুঁইয়ে স্বভূমে’ প্রকাশ

Looks like you've blocked notifications!

ভাস্কর নভেরা আহমেদ আমাদের শিল্পজগতের এক অনন্য নাম। তাঁর কাজ, শিল্পচেতনার উৎস, তাঁর জগৎ অনুধাবনে সচেষ্ট থেকেছেন কথাশিল্পী-শিল্পসমালোচক আনা ইসলাম। প্রায় দুই দশকের এই অন্বেষণে তিনি রচনা করেছেন ‘নভেরা : বিভুঁইয়ে স্বভূমে’ গ্রন্থটি। গতকাল বুধবার শাহবাগের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। আলোচনা করেন নভেরা আহমেদের স্বামী গ্রেগোয়ার দ্য ব্রুনস, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ এবং গ্রন্থের লেখক আনা ইসলাম। স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। সমাপনী বক্তব্য দেন জার্নিম্যান বুকসের প্রধান নির্বাহী কবি তারিক সুজাত।    

অনুষ্ঠানে প্রদর্শিত হয় প্রয়াত নভেরা আহমেদের শেষ সাক্ষাৎকারের তথ্যচিত্র।

আনিসুজ্জামান বলেন, ‘আমাদের ব্যর্থতা নভেরা বাংলাদেশের সর্বত্র পরিচিত নন। ভাস্কর্যচর্চার ক্ষেত্রে নভেরা পথিকৃৎ। শহীদ মিনারের সঙ্গে তাঁর সংযোগ, তাঁর যে সৃষ্টি তা ভোলার মতো নয়। তাঁর সময়ের চেয়ে নভেরা অগ্রবর্তী ছিলেন। সে জন্য ঢাকার সমাজ তাঁকে গ্রহণ করেনি। আজ আমরা নভেরাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। এটা সম্ভব হয়েছে আনা ইসলামের বইটির কারণে। শ্রমলব্ধ বইটির মধ্য দিয়ে নভেরার জীবন ও কর্মের সবটাই উঠে এসেছে। বইটি নতুন করে নভেরাকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবে।’

শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘উপমহাদেশে নভেরার মতো ভাস্কর এখনো আসেনি। তিনি যে কতটা প্রাগ্রসর ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় শহীদ মিনারের নকশায়। ভাষা আন্দোলনের শহীদ মিনারের অনুপ্রেরণাতেই বাংলাদেশের সৃষ্টি।’

গ্রেগোয়ার দ্য ব্রুনস বলেন, ‘মেডেল, অর্থ এসবের প্রতি নভেরার আগ্রহ ছিল না। নভেরা জীবনকে ভালোবাসতেন। নভেরা তাঁর সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষ ছিলেন। শিল্পচর্চার ক্ষেত্রেও তাই। কোনো নিয়ম তাঁকে বাঁধতে পারত না।’ 

মঈনুদ্দিন খালেদ বলেন, ‘আধুনিক ভাস্কর্যচর্চায়, শহীদ মিনারের নকশাকার নভেরা আহমেদের জীবনের সত্য জানতে বইটি সহায়ক হবে। এটি একটি সত্যনিষ্ঠ দলিল।’

আনা ইসলাম শহীদ মিনারের স্থপতি হিসেবে নভেরা আহমেদের নাম ঘোষণার দাবি জানান। একই সঙ্গে নভেরা আহমেদের নামে সড়কের নামকরণের কথাও উল্লেখ করেন। বইটি যৌথভাবে প্রকাশ করেছে অন্যপ্রকাশ ও জার্নিম্যান বুকস। বইটির মূল্য ১৫০০ টাকা।