একুশের সংকলনের প্রথম ‘কবি-অভিষেক’
কবি মারুফ রায়হান সম্পাদিত একুশের সংকলনের প্রথম ‘কবি-অভিষেক’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বইবিপণীকেন্দ্র বাতিঘরে এই কবি-অভিষেক অনুষ্ঠিত হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক কবি জুয়েল মাজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি সাব্বির হাসান নাসির। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি কামরুল হাসান।
‘কবি-অভিষেক’ আয়োজনের জন্য দেশের নবীন কবিদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকমণ্ডলী ‘মৃৎফুলের নকশা’-কে নির্বাচন করেন, যেটি গ্রন্থাকারে প্রকাশ হয়েছে অমর একুশে বইমেলায়। অনুষ্ঠানে অভিষেক ঘটে ওই কাব্যগ্রন্থেরই কবি অনুভব আহমেদের। তাঁকে শুভেচ্ছা স্মারক ও অর্থ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে কবি অনুভব আহমেদের কবিতা আবৃত্তি করেন লিজা চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্বে গান পরিবেশন করেন শিল্পী অর্পা বণিক, লুইজা মিলিতা সরকার, মরিয়ম সুলতানা মম, ড. অনুপম কুমার পাল ও আরিফ চৌধুরী পলাশ।
নবীন কবিদের জন্য ‘কবি-অভিষেক’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজনটি চলতি বছর থেকে শুরু করেছে একুশের সংকলন।