এবার ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে বইমেলায়

Looks like you've blocked notifications!
বইমেলার শেষ দিনে বই কিনতে পাঠকদের ভিড় স্টলে। ছবি : এনটিভি

অমর একুশে বইমেলার আজ বৃহস্পতিবার ছুটির ঘণ্টা বেজে গেলো। এবার বইমেলায় কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

জানা যায়, বইমেলায় বাংলা একাডেমি সহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২০২০ সালে বাংলা একাডেমি মোট ২ কোটি ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১৬ মার্চ পর্যন্ত ৩০ দিনে একাডেমি এক কোটি ২৭ লাখ টাকার বই বিক্রি করেছে। আজকের দিনের হিসাব নিলে বাংলা একাডেমির মোট বিক্রি হবে কমপক্ষে এক কোটি ৩৫ লাখ টাকা।

এদিকে এবার অমর একুশে বইমেলায় নতুন বই প্রকাশিত হয়েছে তিন হাজার ৪১৬টি। বাংলা একাডেমির দেওয়া তথ্য থেকে জানা যায়, এসবের মধ্যে ৯০৯টি বই মানসম্পন্ন। ২০২০ সালে চার হাজার ৯১৯টি নতুন বইয়ের মধ্যে মানসম্পন্ন বই ছিল ৭৫১টি। এবার ২৬ শতাংশ মানসম্পন্ন বই প্রকাশিত হয়েছে। গতমেলায় যা ছিল ১৫ শতাংশ। গতবারের চেয়ে এবার বেশিসংখ্যক মানসম্পন্ন বই প্রকাশিত হওয়া আশাব্যঞ্জক মনে করছে বাংলা একাডেমি।

বইমেলা ২০২২ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এবারের বইমেলার সফলতা নিয়ে বলেন, অসংখ্য মানুষ এ ৩১ দিনের মেলায় অংশ নিলেন। বিপুল সংখ্যার বই বিক্রি হলো। বিক্রিত টাকার পরিমাণ গতবারের তুলনায় প্রায় সাড়ে ১৭ গুণ বেশি। তাই নিশ্চয়ই বলা যায়, এবার একটি সফল বইমেলা হয়েছে। কেবল সফল নয়, নতুন অনেক বিষয়ের সংযোজন, বিশেষ করে জাতির পিতার জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিষয় হিসেবে যেভাবে মেলায় উপস্থাপিত হয়েছে, তাঁর কারণে এবারের বইমেলা ইতিহাসে নতুন ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ মেলা হিসেবে উল্লিখিত হবে।