গফরগাঁও সাহিত্য সংসদের আত্মপ্রকাশ, নেতৃত্বে সারোয়ার-সালেহীন

Looks like you've blocked notifications!
সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয়ে গতকাল শুক্রবার আত্মপ্রকাশ করেছে গফরগাঁও সাহিত্য সংসদ। ছবি : সংগৃহীত

সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে গফরগাঁও সাহিত্য সংসদ। ‘মননের উৎকর্ষে সাহিত্য’ শ্লোগানকে ধারণ করে গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সভায় কবি, কথাসাহিত্যিক, লেখক, শিল্পানুরাগী, শিক্ষাবিদ, পাঠক, নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সবার সম্মতিতে কবি সারোয়ার জাহানকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং প্রাবন্ধিক সাইফুস সালেহীনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

সারোয়ার জাহানের সভাপতিত্বে এবং সাইফুস সালেহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রবীণ সাহিত্যসেবী কবি মুহাম্মদ ফারুক, শিক্ষাবিদ অধ্যাপক আফজালুর রহমান ভূঁইয়া, গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গফরগাঁও শাখার সদস্য আজিম উদ্দিন মাস্টার, ফকির এ মতিন, লুৎফর রহমান আরজু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান মিন্টু, উদীচী গফরগাঁও শাখার সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকী, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, মুক্ত পায়রা খেলাঘর আসরের সংগঠক শেখ আব্দুল আওয়াল, আনোয়ার হোসেন ফিরোজ, দিলীপ কুমার রায়, ইউনুস আলী, জুবায়ের ইবনে শামস, আরশাদ আহমদ, মতিউর রহমান মতি, নূর আবেদীন, শফিকুল কাদির, মো. মহিউদ্দিন মিয়া, আব্দুল হামিদ বাচ্চু প্রমুখ।

গফরগাঁও সাহিত্য সংসদের কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক রেজাউল কবীর, অসীম আচার্য্য, শাহীন তাজ এবং সদস্য পারভীন আক্তার, লুৎফর রহমান কাজল, রফিকুল ইসলাম, জ. ই. সুমন, শেখ রায়হান মোজাম্মেল, নাসির উদ্দিন, তানিমুল হাসান তমাল, আতিকুর রহমান সোহাগ, সৈয়দ হৃদয়, জোবায়েত হোসেন রিমন।