গায়ক জুনায়েদ ইভান লেখক হয়েই চমক
জনপ্রিয় ব্যান্ডদল ‘অ্যাশেজ’-এর ভোকালিস্ট জুনায়েদ ইভান লিখেছেন তাঁর প্রথম উপন্যাস ‘শেষ’। দেশের শীর্ষতম অনলাইন বুক শপ রকমারিতে প্রি-অর্ডার শুরুর মাত্র তিন দিনের মধ্যেই রেকর্ডসংখ্যক প্রি-অর্ডার হয়ছে বইটির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় অনলাইনে বইবিক্রেতা প্রতিষ্ঠানটি।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, একটি গল্প বা উপন্যাস লেখা শুধু ধারাবাহিকভাবে বলে যাওয়ার বিষয় নয়। গল্প-উপন্যাস হচ্ছে প্রতিটি মুহূর্তকে তুলে আনা। আবার সেই মুহূর্তগুলোকে শুধু একটি নয়, বরং অসংখ্য দৃষ্টিকোণ থেকে দেখা। কোনো ঘটনা নেই, এর মাঝেও যখন অনেক মুহূর্ত অনেক জায়গা থেকে এসে অনেক ভিন্ন সময়কালে এক হয়, তখন সেখানে তৈরি হয় গল্প। আর সে কাজটিই করেছেন অ্যাশেজের ভোকালিস্ট হিসেবে খ্যাত জুনায়েদ ইভান তাঁর প্রথম উপন্যাস ‘শেষ’ গ্রন্থটিতে।
অমর একুশে গ্রন্থমেলা-২০২১ উপলক্ষে কিংবদন্তি পাবলিকেশন থেকে প্রকাশিতব্য ‘শেষ’ সম্পর্কে বলতে গিয়ে কিংবদন্তি পাবলিকেশনের স্বত্বাধিকারী অঞ্জন হাসান পবন বলেন, “কিংবদন্তি পাবলিকেশনের এবারের বইমেলার সবচেয়ে বড় আকর্ষণ জুনায়েদ ইভান ভাইয়ের উপন্যাস ‘শেষ’, যার প্রচ্ছদ করেছেন সঞ্চিতা দাশ সৃষ্টি।”
প্রি-অর্ডার প্রসঙ্গে জুনায়েদ ইভান বলেন, “রকমারির প্রি-অর্ডার লিস্টে এখন পর্যন্ত আমার প্রথম উপন্যাস ‘শেষ’ গ্রন্থটি শুরুর মাত্র দুদিনের মধ্যেই রেকর্ডসংখ্যক অর্ডার হয়। নিঃসন্দেহে এটা একটা ভালো খবর। আমি আপনাদের এবং রকমারি বরাবর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবু একটা কথা জোর দিয়ে বলতে চাই—এসব সংখ্যা, অ্যাওয়ার্ড, পুরস্কার দেখে আমাকে তো নয়, বরং কাউকেই যাচাই করবেন না। ভালো বই মাটির তলায় লুকিয়ে থাকলেও সেটাকে খুঁজে বের করুন, আর খারাপ বইয়ের প্রচারণা বিলবোর্ডে-বিলবোর্ডে ছুঁয়ে গেলেও বর্জন করুন।”