জীবনানন্দের জন্মদিনে জ্বললো ১২৩টি প্রদীপ

Looks like you've blocked notifications!
ক‌বি জীবনানন্দ দাশের জন্মবা‌র্ষিকীতে‌ আজ বৃহস্প‌তিবার ব‌রিশা‌লের ব্রজ‌মোহন ক‌লেজে ১২৩টি প্রদীপ জ্বালিয়ে কবিকে স্মরণ করা হ‌য়। ছবি : এনটিভি

ক‌বি জীবনানন্দ দাশের ১২৩তম জন্মবা‌র্ষিকীতে‌ ব‌রিশা‌লের ব্রজ‌মোহন ক‌লেজে ১২৩টি প্রদীপ জ্বালিয়ে কবিকে স্মরণ করা হ‌য়ে‌ছে। আজ বৃহস্প‌তিবার সন্ধ‌্যার পর সাংস্কৃ‌তিক সংগঠন ‘উত্তরণ’-এর উদ্যোগে এ প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

ক‌লে‌জের ক‌বি জীবনানন্দ দাশ চত্ব‌রে ১২৩‌টি প্রদীপ প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন ক‌রেন ক‌লে‌জের শিক্ষক প‌রিষ‌দের সাধারণ সম্প‌াদক আলা‌মিন স‌রোয়ার।

উত্তরণের সভাপ‌তি জুবা‌য়ের শা‌হেদ ব‌লেন, ‘আজ আমা‌দের প্রাণের ক‌বি জীবনানন্দ দা‌শের ১২৩তম জন্মবা‌র্ষিকী। তি‌নি আমা‌দের এই ব্রজ‌মোহন ক‌লে‌জে অধ‌্যয়ন ও অধ‌্যাপনা ক‌রে‌ছেন। কলেজের সর্বত্র তাঁর বিচরণ র‌য়ে‌ছে। আমা‌দের এই প্রকৃ‌তির ক‌বি‌কে স্মর‌ণে সকাল থে‌কেই আমরা নানা আয়োজন ক‌রে‌ছি।’

শাহেদ বলেন, ‘সকা‌লে ক‌বি জীবনানন্দ দা‌শের প্রতিকৃ‌তিতে পুষ্পমাল‌্য অর্পন ও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হ‌য়ে‌ছে। সন্ধ‌্যার পর পরই ক‌লে‌জের জীবনানন্দ দাশ চত্বরে ১২৩‌টি প্রদীপ প্রজ্বলন করে স্মরণ করা হয় ক‌বি‌কে।’

সংগঠ‌নের সাধারণ সম্পাদক শা‌কিল আহ‌ম্মেদ ব‌লেন, ‘আমা‌দের এই আয়োজ‌নে ক‌লে‌জের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ ক‌রে‌ছেন। তাঁরা ক‌লে‌জে বিশ্বখ‌্যাত ক‌বি জীবনানন্দ দাশের ম‌্যুরাল নির্মাণের দাবি জানিয়েছেন।’

ব্রজ‌মোহন ক‌লেজ শিক্ষক প‌রিষ‌দের সাধারণ সম্পাদক আলা‌মিন স‌রোয়ার ব‌লেন, ‘ক‌বি জীবনানন্দ দাশ আমা‌দের গর্ব। ক‌বি‌কে নতুন প্রজ‌ন্মের কা‌ছে প্রস্ফু‌টিত করার জন‌্য যা করা দরকার, তা আমরা কর‌তে পার‌ছি না। তাঁ‌কে সবার মা‌ঝে ছড়ি‌য়ে দি‌তে যা করা দরকার, সেটা নি‌য়ে ক‌লেজ অধ‌্যক্ষর সঙ্গে কথা বল‌বো।’