নওগাঁর নিভৃত পল্লিতে দিনব্যাপি বইমেলা

Looks like you've blocked notifications!
নওগাঁ মান্দার নির্বাহী কর্মকর্তা মো. আবু বাক্কার সিদ্দিক আজ শনিবার নিভৃত পল্লিতে অনন্য বইমেলা উদ্বোধন করেন। ছবি : এনটিভি

নওগাঁর মান্দা উপজেলার নিভৃত পল্লিতে দিনব্যাপি বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, গ্রামের শিক্ষার্থীদের শতভাগ শিক্ষিত করার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলা, শিক্ষার্থী ঝড়ে পড়া রোধসহ বিভিন্ন কর্মকাণ্ডকে বাস্তবায়নের লক্ষ্যে মসিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এই বইমেলা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর মান্দা উপজেলার মসিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে অনন্য বই মেলা উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বাক্কার সিদ্দিক। দিনব্যাপি বইমেলায় চিত্রাঙ্কন, আবৃত্তি, অভিনয়, কৌতুক, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বইমেলায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম মজনজুর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর হেরিটেজ বাংলাদেশ ইতিহাসের আর্কাইভস অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহম্মেদ, নওগাঁর মান্দার শাহ কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ, কথাসাহিত্যিক নিরমিন শিমেল, রাজশাহীর লেখক, গবেষক ও সমাজসেবক ডি এম খোশবর আলী, বিভাগীয় সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানা, বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদেও সহসভাপতি নুরুন নবী প্রভাত মৃধা, মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের সভাপতি মো. মোজাম্মেল হক, নওগাঁ সরকারি গণগ্রন্থাগারের লাইব্ররিয়ান এসএম আশিক, মশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ প্রমুখ।

নওগাঁ জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে ২০১০ সালে মান্দা উপজেলার মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগার স্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। শিক্ষা কার্যক্রম ছাড়াও সংগঠনটি গত ১১ বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরন প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বার্ষিক বইমেলার আয়োজন করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।