নাজমুল হোসাইন আকাশের দুটি কবিতা

Looks like you've blocked notifications!

অনুভব

আজকে কোনো গল্পটি নেই

চুপটি করে থাকা।

কথার দুয়ার বন্ধ করে

অবাক চেয়ে থাকা।

পাড়ায়-পাড়ায় রাত নেমে যাক

ঘুম নেমে যাক ঘরে।

যত্ন করে বুনব স্বপন

চোখের বালুচরে।

আমার ভেতর সব লুকানো

কথার মালাগুলো,

যায় না বলা ইচ্ছে হলেও

হচ্ছি এলোমেলো।

থমকে আছে দূরের তারা

আলোয় ভরা রাত।

হাজার তিমির নামলেও তুমি

জড়িয়ে রেখো হাত।

বুকের ভেতর বইছে ভীষণ

বরফ-শীতল নদী।

বুঝতে কেমন ভাঙছে দুপাড়

বসতে পাশে যদি।

আজকে থাকুক গল্প এসব

চুপটি বসে থাকো।

চোখের পাতায় কাজল শুধু

যত্ন করে আঁকো।

 

হারতে থাকা লোক

আজ একলা থাকার সময়,

আরো একলা হওয়ার ঝোঁক।

তুমি যাচ্ছ দূরে সরে,

আমি লিখছি পাতার শোক।

আমি ঝড় লুকিয়ে বুকে,

আমি ভাঙছি নিজে রোজ।

আমি আমার মতো একা,

তুমি নাইবা নিয়ো খোঁজ।

তুমি অন্য কারো জিৎ

আমি হারতে-থাকা দলে,

তুমি জানবে না-তো হৃদয়

কত কষ্ট পুষে মরে।

আমার সন্ধ্যে হয়ে এলো

আমার ভাঙছে খেলাঘর,

তুমি আমার প্রিয় অসুখ,

আমি তোমার ভীষণ পর।

আমি শীতল স্রোত গুনি,

বুকে গলছে বরফ নদ।

তুমি অন্য কারো সুখের,

আমার দুঃখ অনুষদ।

আজ একলা থাকার দিন,

আরো একলা হওয়ার ঝোঁক।

তুমি অন্য কারো বিকেল

আমি হারতে থাকা লোক।