‘নিষিদ্ধ নগরী’ এখন বইমেলায়

Looks like you've blocked notifications!

‘নিষিদ্ধ’ ব্যাপারের প্রতি মানুষের ‘আগ্রহ’ সহজাত প্রবৃত্তি। আর ‘থ্রিলার’ কিছু সেই আগ্রহকে আরও উস্কে দেয়। ‘নিষিদ্ধ নগরী’ নামের থ্রিলার উপন্যাসটি ইতোমধ্যে পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে। পাওয়া যাচ্ছে বইমেলায়।

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ফারজানা ববির নিষিদ্ধ নগরী। এটি লেখকের চতুর্থ বই ও দ্বিতীয় থ্রিলার উপন্যাস।

বইটির প্রচ্ছদ করেছেন শাহরিয়ার মাহমুদ। বইটি প্রকাশ করেছে এশিয়া পাবলিকেশনস। বইটি এশিয়া পাবলিকেশনসের ১৩-১৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া বইটি পাওয়া যাবে রকমারি, বুকভিলা, প্রথমাসহ বিভিন্ন অনলাইন বুকশপে।

ফ্ল্যাপ থেকে

শহরের ব্যস্ততার ভীড়ে হারিয়ে গেল একজন যুবক। যার সরব উপস্থিতি ছিল তার গণ্ডিতে, সে কোথাও নেই। কোথায় গেল সে? হারিয়ে গেল না কি গুম? না কি খুন অথবা আত্মহত্যা? কোথায় সে?