পাঁচ গুণী পাচ্ছেন বিশ্ব বাঙালি পুরস্কার

Looks like you've blocked notifications!
পুরস্কার পেতে যাওয়া পাঁচ গুণী বাঙালি। ছবি : সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি, বুধবার প্রদান করা হবে ‘বিশ্ব বাঙালি পুরস্কার ২০১৯’। ওই দিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পুরস্কার প্রদান করা হবে। এই বছর পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পাঁচ গুণী বাঙালি।

বিশ্ব বাঙালি সংঘর (বিবাস) পক্ষ থেকে আয়োজিত হতে যাওয়া এই অনুষ্ঠানে পুরস্কার পাবেন প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ), অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায় (ভারত), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (বাংলাদেশ), কবি পার্থ বসু (ভারত) ও অধ্যাপক তপোধীর ভট্টাচার্য (ভারত, সাবেক ভিসি, আসাম বিশ্ববিদ্যালয়)।