পাঁচ বছরের নবীন শিশু ‘কবিতায় এপার ওপার’
পাঁচ বছর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল ‘কবিতায় এপার ওপার’-এর অগ্রযাত্রা। উদীয়মান কবিদের প্ল্যাটফর্ম এই কাব্যসংকলনটি প্রথম থেকেই অনেকের প্রশংসা কুড়িয়েছিল। এই পাঁচ বছরে ‘কবিতায় এপার ওপার’-এর পাঁচটি কাব্যসংকলন প্রকাশিত হয়েছে। প্রায় ৩০০ কবির বৃহৎ পরিবারে পরিণত হয়েছে পাঠকনন্দিত এই কাব্যসংকলনটি। কয়েক দিনের মধ্যেই ১১১ জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ‘কবিতায় এপার ওপার-৬’।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ১২ জন অতিথি কবিসহ ৯৯ জন উদীয়মান কবির কবিতা স্থান পাবে এবারের কাব্যসংকলনে। অতিথি লেখকদের মধ্যে রয়েছেন মৃণাল বসু চৌধুরী (পশ্চিমবঙ্গ), আরণ্যক বসু (পশ্চিমবঙ্গ), হাসিবুর রেজা কল্লোল (বাংলাদেশ), রাজা ভট্টাচার্য (পশ্চিমবঙ্গ), ওয়াহিদ ইবনে রেজা (বাংলাদেশ), অজিতেশ নাগ (পশ্চিমবঙ্গ), তুষার কবির (বাংলাদেশ), রেজমান (পশ্চিমবঙ্গ), কালপুরুষ (বাংলাদেশ), অভীক রায় (পশ্চিমবঙ্গ), শাইখ সালেকিন (বাংলাদেশ) ও মোহাম্মদ জোবায়ের (বাংলাদেশ)।
এত বিশাল সংখ্যক কবির কবিতা নিয়ে এবারই প্রথম কাজ করেছে কাব্যসংকলনটি। এর কারণ জানতে চাইলে সম্পাদক সাদেক সরওয়ার বলেন, ‘হাঁটি হাঁটি পা পা করে একটি মাইলফলক ছুঁয়ে ফেলল আমাদের ছোট্ট পরিবারটি। তাই এই প্রাপ্তির আনন্দটুকু সবার মাঝে ছড়িয়ে দিতেই এবারের কবিতায় এপার ওপার-৬ সাজানো হয়েছে একটু ভিন্নভাবে। ৩৪০ জনের পাঠানো কবিতা থেকে ১১১ জনের একটি করে কবিতা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এবারের আয়োজন। প্রতিবারের মতোই বই প্রকাশের কিছু সীমাবদ্ধতা থাকায় সবার কবিতা বইয়ে স্থান করে দিতে পারিনি। সে জন্য আমারও কিছুটা খারাপ লেগেছে। তবে আমার মনে হয়, এতে হতাশ হওয়ার তেমন কিছু নেই, আমরা আছি সব সময়, সব নবীন কবির পাশে। পরেরবার নিশ্চই সুযোগ আসবে। অন্যান্য বার যদিও নভেম্বরের কলকাতা-বাংলাদেশ বইমেলা সামনে রেখে কাব্যসংকলনটি প্রকাশ করা হয়, কিন্তু এবার করোনাকালীন পরিস্থিতির জন্য কলকাতা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। তাই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বইটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।’
‘কবিতায় এপার ওপার-৬’-এর ভূমিকা লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। তিনি বলেন, ‘নবীন কবির লেখনীতে উঠে এসেছে সময়ের স্রোতধারা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবিদের নিয়ে সম্পাদিত এই সংকলন আমাকে মুগ্ধ করেছে। উদীয়মান কবিদের কবিতা সময়ের পরিপ্রেক্ষিতে নতুন ভুবন। ঐতিহ্যের ধারাবাহিকতায় এই যাত্রা আগামীর নির্মাণ। আমরা সব সময় সাহিত্যের স্রোতকে বেগবান দেখতে চাই। এই স্রোত যেন অবরুদ্ধ না হয়, এই প্রত্যাশা থাকে বাংলা ভাষার পাঠকের। এদিক থেকে এই সংকলন আমাদের প্রত্যাশার জায়গা পূর্ণ করেছে।’
প্রতিবারের মতো এবারেও বইটি প্রকাশ করবে অনিন্দ্য প্রকাশ। কাব্যসংকলনটির মূল্য নির্ধারিত হয়েছে ২৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন বাংলাদেশের তরুণ প্রচ্ছদশিল্পী মো. সাদিতউজজামান। বইমেলা না হলেও বইটি অনলাইনে অর্ডার করতে পারবেন সহজেই রকমারি ডটকম থেকে। কলকাতার বন্ধুরা পাবেন অ্যামাজন অনলাইনসহ অন্যান্য অনলাইন বুকশপে।