প্রতীতি দেবীর প্রয়াণবার্ষিকীতে ‘ঐতিহ্য’ প্রকাশ করল ‘ঋত্বিককে শেষ ভালোবাসা’

Looks like you've blocked notifications!
প্রতীতি দেবীর তৃতীয় প্রয়াণবার্ষিকীতে বই প্রকাশের বিশেষ মুহূর্তে। ছবি : ঐতিহ্য

আজ প্রতীতি দেবীর তৃতীয় প্রয়াণবার্ষিকীতে ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ ‘ঋত্বিককে শেষ ভালোবাসা : যমজ বোনের স্মৃতিতে ঋত্বিক ঘটক’। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি-পুরুষ ঋত্বিক ঘটক এবং প্রতীতি দেবী ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। যমজ এই ভাইবোনের অসাধারণ সম্পর্ক, পারিবারিক ইতিবৃত্ত এবং তৎকালীন সমাজ-সংস্কৃতির চিত্র উদ্ভাসিত হয়েছে ‘ঐতিহ্য’ প্রকাশিত এই বইয়ে।

প্রতীতি দেবী ১২ জানুয়ারি ২০২০ ঢাকায় প্রয়াত হন। প্রতীতি দেবীর তৃতীয় প্রয়াণবার্ষিকী স্মরণে আজ (১২ জানুয়ারি) ২০২৩ মগবাজারে সেঞ্চুরি  টাওয়ারে ‘ঐতিহ্য’-এর পক্ষ থেকে প্রতীতি দেবীর কন্যা জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত এবং পুত্র রাহুল দত্তের হাতে সদ্যপ্রকাশিত ‘ঋত্বিককে শেষ ভালোবাসা’ বইটি তুলে দেন ‘ঐতিহ্য’-এর কর্মকর্তা কাজী আদনান কবীর।

আরমা দত্ত এমপি প্রতীতি দেবীর প্রয়াণবার্ষিকীতে তাঁর বই প্রকাশের জন্য ‘ঐতিহ্য’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই বইয়ের মধ্য দিয়ে নতুন প্রজন্মের পাঠক আমাদের পরিবারের সোনালি অধ্যায় সম্পর্কে বিশদ জানতে পারবেন।