বইমেলায় ‘ইতিহাসের পাতায় রাজবাড়ী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলায় প্রকৌশলী ও লেখক আবদুল্লাহ আল মামুনের লেখা ‘ইতিহাসের পাতায় রাজবাড়ী’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। রাজবাড়ী জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে লেখা গবেষণাধর্মী এই বইটি প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনের প্রকাশিত প্রথম গ্রন্থ।

মেলা প্রাঙ্গণে গতকাল শনিবার (১১ ফেব্রয়ারি) গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে তানজিয়া সালমা। এছাড়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক আশরাফুল ইসলাম, রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত বিভাগ-১) হারুন অর রশীদ, লেখক আব্দুল্লাহ আল মামুন এবং প্রকাশক শাহীনুর ইসলাম সৌরভ প্রমুখ।

বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা আদিবা প্রকাশ। বই মেলায় ৫৫১ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকমসহ ১২ বেসমেন্ট আজিজ সুপার মার্কেট শাহবাগ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রাজকুমার পাল। বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড় দিচ্ছে প্রকাশনা সংস্থা আদিবা প্রকাশ।