বইমেলায় মাহতাব হোসেনের ‘সন্ধ্যার পরে’
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে তরুণ কথাসাহিত্যিক মাহতাব হোসেনের নতুন উপন্যাস ‘সন্ধ্যার পরে’। অনিন্দ্য প্রকাশ থেকে মুদ্রণ হয়েছে বইটি। এটি তাঁর সপ্তম বই।
‘সন্ধ্যার পরে’ এক মানসিক যুবকের বিপর্যস্ত হওয়ার গল্প, পরম যত্নে ক্ষত সারিয়ে তোলার চেষ্টায় মগ্ন কিশোরী, যার নাম অহনা। তাকে এড়িয়ে যায় তমাল। এরপর ট্রেনে পরিচয় নীরার সঙ্গে, কিন্তু... প্রত্যাখ্যান করা স্ত্রী শারমিনকে করোটিতে নিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় তমাল? অন্যদিকে, চলনবিলের দ্বীপের মতো সুমনার গল্প ভিন্ন পথে হলেও রেল জংশনের মতো নাগরিক জীবনে সন্ধ্যার পরে এসে পৌঁছায়। শুরু হয় নতুন অধ্যায়, যেটা একদম সন্ধ্যার পরে।
লেখক জানান, ‘সন্ধ্যার পরে’ উপন্যাসটি এক মানসিক যুবকের বিপর্যস্ত হওয়ার গল্প, যে গল্প পাঠকমনকে নাড়া দেবে।
বইটি অনিন্দ্য প্রকাশের পাঁচ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারি ডটকমসহ সব অনলাইন বুকশপে উপন্যাসটি পাওয়া যাচ্ছে।
মাহতাব হোসেনের লেখা প্রথম গল্পগ্রন্থ ‘তনিমার সুইসাইড নোট’ এসেছিল ২০১৬ সালের বইমেলায়। বইটি এতই প্রশংসিত হয়েছিল যে, ওই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক। পরের বছর তাঁর লেখা ‘ঈশ্বরদী বাইপাস’, এরপর ‘বেজক্যাম্প হোটেলের মধ্যরাত’ প্রকাশ হয়। এর পরের বছর প্রকাশ হয় ‘শর্মিলা’ ও ‘রৌদ্র বসন্ত’ নামে দুই বই। আর গত বছর প্রকাশ হয় উপন্যাস ‘নগরে সমুদ্র’।