বইমেলায় মুহাম্মাদ আসাদুল্লাহর উপন্যাস ‘বিষাদিতা’
অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে তরুণ কথাসাহিত্যিক মুহাম্মাদ আসাদুল্লাহ উপন্যাস ‘বিষাদিতা’। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। দাঁড়িকমার ৪৫৭ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়া পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে।
উপন্যাস নিয়ে মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, ‘এটি একটি সামাজিক, মনস্তাত্ত্বিক, ও রোমাঞ্চকর উপন্যাস। বইয়ের চরিত্রগুলো নির্মিত হয়েছে ২০০৫-২০০৮ সালের মধ্যবর্তী সময়ে। উপন্যাসের চরিত্রগুলো সমাজের আর সব চরিত্রের মতো হলেও এদের চলন-বলন ও চিন্তাধারা পাঠকের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’
মুহাম্মাদ আসাদুল্লাহর এ পর্যন্ত ছয়টি বই প্রকাশ হয়েছে। ‘বিষাদিতা’ তাঁর ষষ্ঠ গ্রন্থ ও তৃতীয় উপন্যাস। তাঁর উপন্যাস ‘চুড়ি অথবা চেয়ারের গল্প’, ‘নিপাতনে সিদ্ধ’ পাঠক ও বোদ্ধামহলে প্রশংসা কুড়িয়েছে।