বইমেলায় রিপতি বিশ্বাস সবুজের দুই কবিতার বই
এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি রিপতি বিশ্বাস সবুজের দুটি কবিতার বই। একটি ‘তবু মনে রেখো’, অপরটি ‘অধরা সুখপাখি’। বই দুটি প্রকাশ করেছে বাংলানামা। মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৭ নং স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে।
কবি রিপতি বিশ্বাস সবুজ মূলত রোমান্টিক। রোমান্টিকতা ছাপিয়ে তাঁর কবিতায় ফুটে ওঠে অগাধ দেশপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা, বিচ্ছেদকাতরতা, মানবতাবাদ ও আশাবাদী হওয়ার গল্প। এ সব বিচিত্র উপকরণের মধ্য দিয়ে কবি পাঠককে নিয়ে যেতে চান হৃদয়ানুভূতির গভীরতম শিকড়ে, উপলব্ধি করাতে চান বাস্তব জীবনবোধ।
কবি রিপতি বিশ্বাস সবুজ ১৯৭৩ সালের ৭ সেপ্টেম্বর খুলনার তেরখাদা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর করেছেন। পরে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জুডিসিয়ারির ওপর প্রশিক্ষণ নিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কবিতা, গল্প ও উপন্যাস লেখেন।
কবি রিপতি বিশ্বাস সবুজের শখ পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত লেখকদের বই পড়া এবং প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়ানো। এরই মধ্যে তিনি ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেছেন।