বইমেলায় হক ফারুক আহমেদের ‘জলের জমিন’
অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে তরুণ প্রতিভাবান কথাসাহিত্যিক ও কবি হক ফারুক আহমেদের নতুন গল্পের বই ‘জলের জমিন’। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। সোহরাওয়ার্দী উদ্যানের ৮ নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
‘জলের জমিন’ হক ফারুক আহমেদের দ্বিতীয় গল্পের বই। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মুদ্রণ-মূল্য ২৫০ টাকা।
স্রোতঃস্বিনী পদ্মার এক শান্ত বেলাভূমি। তার খুব কাছাকাছি কুমোরপাড়া। পলিজমা নরম মাটি দিয়ে ঠাকুরের মূর্তি বানায় মালতি। ভালোবাসায় পাওয়া গর্ভের সন্তানকে সে ভাবে ঠাকুরের উপহার। একটু একটু করে মাটির দলায় পরম মমতায় হাত বুলিয়ে বানায় এক শিশুমূর্তি। কিন্তু এই অশান্ত সময়ে কুমোরপাড়ার সমাজও কি শান্ত? মেনে কি নিয়েছিল ভালোবাসার এই দান? কেমন হয় যদি রূপকথার মতো কোনো এক ঘোড়ার বেশে ফিরে আসে ওলাবিবি? গঞ্জের হাটের সেই ইলিশ যদি জালির মাঠ পেরোনোর কাহিনিতে চাঁদনী রাতের চমক হয়? বাঁশির সুরে মৃত্যুর মাঝে একদিন উঁকি দেয় জীবনের রং। অথবা সবাই কেন থমকে যায় কাকের সঙ্গে মানুষের সখ্য দেখে? গল্পের ডিঙায় ভর দিয়ে ‘জলের জমিন’-এ উঠে আসে এমনই সব ছবি। যা কখনও কখনও মনে হয় সৌন্দর্য আর চিরন্তন সত্যের মেলবন্ধন। কখনও মনকে রাঙিয়ে দেয় স্নিগ্ধ আবেশে। আবার কখনও নিয়ে যায় ভাবনার গভীরে।
১৯৮১ সালের ২৭ মার্চ লক্ষ্মীপুরের বিরাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন হক ফারুক আহমেদ। তিনি সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ও বিপণনে এমবিএ করেছেন। বর্তমানে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে একটি জাতীয় দৈনিকে কর্মরত। লিখেছেন বেশ কিছু জনপ্রিয় গান। এর আগে তাঁর প্রকাশিত বইগুলো হলো—কবিতা : নিঃসঙ্গতার পাখিরা (২০১৯, অন্যপ্রকাশ), মেঘদরিয়ার মাঝি (২০২০, অন্যপ্রকাশ)। গল্প : শহরে দেবশিশু (২০২০, পাঞ্জেরী পাবলিকেশন্স)। প্রবন্ধ : ধীমান কথন (২০১৯, বাংলানামা)। পেয়েছেন সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৯।