ম. শহিদুল্লাহর প্রথম উপন্যাস ‘কামিনী বিলাস’

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ পাওয়া যাচ্ছে তরুণ লেখক ম. শহিদুল্লাহর প্রথম উপন্যাস ‘কামিনী বিলাস’। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি গ্রন্থমেলার ২৬ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া রকমারি ডটকম ও অথবা ডটকম-এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে। বইটির দাম রাখা হয়েছে ২২৫ টাকা।

এ উপন্যাসটিতে প্রেম, ভালোবাসা, সমাজ বাস্তবতা, বিরহের কলতান ও অভাবের সুর এক সুতায় বাঁধা পড়েছে। উঠে এসেছে একটি জীবন উপাখ্যান। উপন্যাসটিতে সমাজিক এবং পারিবারিক বন্ধন ও বাস্তবতার এক অকৃত্রিম স্পর্শ পাবেন পাঠক। শহুরে জীবনের ভাবধারার এ উপন্যাসটিতে চারটি মৃত্যুর নির্মোহ বর্ণনা রয়েছে। শেষ প্রান্তে এসে আরো একটি মৃত্যু যেন কড়া নাড়ছে।

ম. শহিদুল্লাহর জন্ম ১৯৮৯ সালে, পিরোজপুরে। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে নদীঘেরা ছোট্ট মফস্বল পিরোজপুরে। সেখানেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাজীবনের সমাপ্তি।