যশোরে আজীজুল হক কবিতা উৎসবে কবিদের মেলা

Looks like you've blocked notifications!
যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরির উদ্যোগে শনিবার কবি আজীজুল হক কবিতা উৎসবে অতিথিবৃন্দ। ছবি : এনটিভি

স্বতন্ত্র ধারার উজ্জলতম কবি আজীজুল হক কবিতা উৎসবে বসেছিল যশোরের কবিদের মেলা। যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলমগীর সিদ্দিকী হলে আজ শনিবার সব বয়সী কবিরা এতে অংশ নেন। পাশাপাশি সাহিত্য সংগঠক ও পৃষ্ঠপোষকরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী উৎসবে সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোচনা ও কবিতা আবৃত্তিতে অংশ নেন নবীন-প্রবীন কবিরা। পরে স্বরচিত কবিতা পাঠপর্ব অনুষ্ঠিত হয়।

লাইব্রেরি সম্পাদক এস. নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. মো. আবুল কালাম আজাদ লিটু।

কবি আজীজুল হকের জীবন ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক পাবলো শাহি। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কবি কাসেদুজ্জামান সেলিম, মেহাম্মদ শফি, আবু সেলিম রানা, মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, ছড়াশিল্পী মুস্তাফিজুর রহমান মুস্তাক প্রমুখ।

উৎসবের দ্বিতীয় পর্বে সাম্প্রতিক সময়ে কবিতার চর্চা বিষয়ে আলোচনা করেন কবি খসরু পারভেজ। বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহরিয়ার বাবু, এসএম আজাহার স্বপন ও এএম মহিউদ্দিন লালু।