রবীন্দ্রনাথের রচনায় চারুকণ্ঠের আবৃত্তি প্রযোজনা ‘এসো নীপবনে’

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখায় আমরা খুঁজে পাই বাঙালির জীবন ব্যবস্থার আবহমান চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে এই আবহমান চিত্র অবলম্বনে চারুকণ্ঠ আবৃত্তি সংসদ পরিবেশন করেছে আবৃত্তি প্রযোজনা ‘এসো নীপবনে।’

আনোয়ার পারভেজের গ্রন্থনা ও জি এম মোর্শেদের নির্দেশনায় প্রযোজনাটি মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে উপস্থাপিত হয়। পরিবেশনায় অংশ নেন জি এম মোর্শেদ, আনোয়ার পারভেজ, ফারজানা রোজী, পদ্মাবতী দেবী, সাফিন মুরাদ ও সুদীপ ঘোষ। গানে কণ্ঠ দিয়েছেন- মনজুরুল ইসলাম খান ও মনিরা রওনক বুবলী। আলোক বিন্যাসে ছিলেন ওয়াসিম আহমেদ। মঞ্চ ও পোশাক পরিকল্পনায় মেহজাবীন তিথি এবং পোশাক ডিজাইন ও সরবরাহে ত্রিপূর্ণা।