রাষ্ট্রপতিকে ঐতিহ্যের সৈয়দ শামসুল হক রচনাসমগ্র হস্তান্তর

Looks like you've blocked notifications!
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট ঐতিহ্য প্রকাশিত ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র হস্তান্তর। ছবি : পিআইডি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট ঐতিহ্য প্রকাশিত ৩৫ খণ্ডের সৈয়দ শামসুল হক রচনাসমগ্র হস্তান্তর করা হয়েছে।

ঐতিহ্য জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত ৮টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ঐতিহ্য-এর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হক রাষ্ট্রপতির নিকট ১৯,১১২ পৃষ্ঠার ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র হস্তান্তর করেন।

এর আগে আরিফুর রহমান নাইম জানান, তাঁরা সৈয়দ শামসুল হকের আরও বেশ কিছু রচনার সন্ধান পেয়েছেন, যা সংকলন করলে আরও তিনটি খণ্ড প্রকাশ করা সম্ভব হবে। তিনি আশা করেন, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট রচনাগুলো ঐতিহ্য খণ্ডাকারে প্রকাশ করবে।