সংগীতা সরকারের কবিতার বই ‘জীবন এক জ্যামিতি’

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হলো সংগীতা সরকারের প্রথম কবিতার বই ‘জীবন এক জ্যামিতি’। বইটি প্রকাশ করেছে পূর্বা প্রকাশনী। মেলায় ৩৯০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

উইলিয়াম ওয়ার্ডওর্থ ও এস টি কলরিজের লিরিক্যাল ব্যালাডের কথাগুলোই সংগীতার ভাব প্রকাশের মাধ্যম। বরাবরই জীবনের কাঠিন্য তাঁকে ভাবায়। সহজ জীবনের ইচ্ছে আর অপ্রাপ্তি তাঁকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারেও মানুষ তাঁর অতীত বড় হয়ে ওঠার দিনগুলো কোনো দিনই ভুলতে পারে না। এই গল্পগুলোই উঠে এসেছে তাঁর লেখায়।

সংগীতা সরকার পড়াশোনা করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে। বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত মুক্তবাংলা সাহিত্য পাতায় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অংশ নিয়েছিলেন বাংলা একাডেমির তরুণ লেখক প্রশিক্ষণে।  বর্তমানে বরিশালের সরকারি বি এম কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন।