সোহেল হাসান গালিবের ‘চৌষট্টি পাখুড়ি’র উন্মোচন ২৬ নভেম্বর

Looks like you've blocked notifications!
কবি সোহেল হাসান গালিব ও তাঁর বইয়ের প্রচ্ছদ। ছবি : ফেসবুক থেকে

সোহেল হাসান গালিবের কবিতার বই ‘চৌষট্টি পাখুড়ি’ নিয়ে আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর বিকেল ৫টায়, বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের বাতিঘরে।

কবি জানিয়েছেন, এটি তাঁর দীর্ঘদিনের কবিতাযাপন ও নিরীক্ষার ফসল। বইটিতে তিনি পাঠকের বিশেষ অভিনিবেশ-প্রত্যাশী।

‘চৌষট্টি পাখুড়ি’ নিয়ে আলোচনা করবেন কবি ও অধ্যাপক শোয়াইব জিবরান, কবি ও কথাসাহিত্যিক মুম রহমান, অধ্যাপক মাসউদ ইমরান মান্নু, অধ্যাপক মোহাম্মদ আজম, গবেষক ও প্রাবন্ধিক কুদরত-ই-হুদা, কবি বিধান সাহা ও কবি হাসান রোবায়েত।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন বইটির প্রকাশক আদর্শ প্রকাশনের স্বত্বাধিকারী মাহাবুব রাহমান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি আলমগীর নিষাদ।