১৬ নভেম্বর থেকে বটতলা রঙ্গমেলা শুরু

Looks like you've blocked notifications!
শুরু হচ্ছে বটতলা রঙ্গমেলা-২০১৯। ছবি : সংগৃহীত

প্রকৃতি-মানুষ, মানুষে-মানুষে, দেশে-দেশে ঐকতান বাজলেই কেবল মানবতা আর ধরিত্রীর প্রাণভোমরা একসঙ্গে টিকে যাবে, জিতে যাবে শুভবোধ। আর সে জন্য সুন্দরের জয়গান গাইতে হবে সবাইকে। সুনন্দ সাহস জোগানোর ডাক আসতে হবে কোথাও না কোথাও থেকে। আর সুন্দরের পানে যেতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নাটক। তাই ‘বটতলা’ দিয়ে যাচ্ছে খোলা হাওয়ার ডাক। নৈঃশব্দ্য ভেঙে সুনন্দ সাহস জাগানোর প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আগামী ১৬ থেকে ২৬ নভেম্বর ‘বটতলার আয়োজনে আন্তর্জাতিক নাট্যোৎসব ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আয়োজন হবে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে। এবারের আয়োজনের স্লোগান ‘নৃশংস নৈঃশব্দ্য ভেঙে, সুনন্দ সাহস জাগুক প্রাণে প্রাণে’।

১৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় রঙ্গমেলা উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। বিশেষ অতিথি থাকবেন সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা।

উদ্বোধনের পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মণিপুরি থিয়েটারের উদ্বোধনী পরিবেশনা ‘ঢাক-করতালে বাজুক জীবন’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’।

আয়োজনে ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় থাকছে ‘সহজ গানের সন্ধ্যা’। এতে গান পরিবেশন করবেন খ্যাপা বাউল। ১৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় থাকছে ‘আয়না বিবির পালা’। এ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্পেনের মুন প্যালেসের পরিবেশনায় থাকছে ‘ডিলেমাস উইথ মাই ফ্লামেনকো টেইলকো।’

২২ নভেম্বর শুক্রবার পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় প্রদর্শিত হবে ‘ম্যাকবেথ’।  এ ছাড়া ঋদ্ধমঞ্চে থাকছে শিশুপ্রহর, যেখানে শিশুদের জন্য অপেক্ষা করবে নানা আয়োজন। এবারের আয়োজনে বটতলা আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ।