সাখাওয়াত টিপুর তিন কবিতা

Looks like you've blocked notifications!

প্রেম

তোমার বাড়িতে এত লাল পিঁপড়াবহর

ভালো না বাসলেও নড়ে ওঠে স্থিতিমুখা ঘর

 

এই গর্ত থেকে ছুটে আসা অস্থির জীবন

তোমার দুহাতে রোজ কেন নৃত্য করে মন

 

সিঁড়ি বেয়ে নেমে যায় উদ্বেল বাতাসে

আমাকে কে যেন টানছে মাটির কাছে

 

এমন চিবুক যদি দাও মরবার আগে

গোরেও গোলাপ ফোটে দারুণ সম্ভোগে

 

আমার বাড়িতে লাল পিঁপড়াই পুষি

প্রেমে পড়লে গোপনে ছেড়ে দিয়ে আসি

 

টের পাও বিষ, যদি বল যন্ত্রণার জাদু

প্রেমে পড়তে পড়তে সখী টেনে নাও মধু

২৬/৫/ ২০১৫

 

মৃত্যুর পরের রাতে

মা থাকলে আজ বলতেন :

নে কিছু অর্থ নে উচ্ছন্নে যা

যা তুই কবি হ

যা তুই ছবি হ

দেয়ালে দেয়ালে মুরালের মতো

মিথ হয়ে থাক!

 

মা থাকলে আজ বলতেন :

যা তুই মিছিলে

ওড় তুই শঙ্খচিলে

যদি না পারিস রাষ্ট্র বদলাতে

হয়ে থাক লাশ!

 

মা নাই এখন

ছিল কি কখনো

সে কথা বলল না কেউ খবরে

মা দেখি কাঁদছে আপন কবরে।

২৮/৫/২০১৫

 

এবার চলেই যাব

মানুষ দেখতে দেখতে যাব

এই কানা গলি পার হলে

কেবল দেখতে পাব, শূন্য।

 

আমিই আমাকে ফেলে যাব

তবে কি মানুষ মাত্র ছায়া

একদা মানুষ আমি, ধন্য!

 

এগারো বছর পর একবার

বাসনা আমার মানুষ হবার।

৩০/৫/২০১৫