তিনদিনব্যাপী সালাহউদ্দীন আহমদ স্মারক সেমিনার

Looks like you've blocked notifications!

বিশিষ্ট ইতিহাসবিদ, বাংলা একাডেমির ফেলো, জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদের চিন্তা ও কৃতীর স্মরণে বাংলা একাডেমি, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ১৩-১৫ জুন ২০১৫ পর্যন্ত ধর্মনিরপেক্ষতা ও সামূহিক সমাজবিকাশ শীর্ষক তিনদিনব্যাপী স্মারক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল শনিবার সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন নিশাত জাহান রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী স্মারক সেমিনার উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। সভাপতিত্ব করেন অধ্যাপক করুণাময় গোস্বামী। অধিবেশনের শেষে অধ্যাপক সালাহউদ্দীন আহমদের জীবনচিত্র উপস্থাপিত হবে। একই দিন বেলা ১১টায় মিশ্র সংস্কৃতি, ঐতিহ্য ও আমরা শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের পশ্চিমবঙ্গের গবেষক অধ্যাপক ইমানুল হক। আলোচনায় অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও মফিদুল হক। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

১৪ জুন ২০১৫ রোববার সকাল ১০টায় বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে ‘রবীন্দ্রচিন্তায় ধর্মনিরপেক্ষতা’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক করুণাময় গোস্বামী। আলোচনায় অংশ নেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হায়াৎ মামুদ ও অ্যাডভোকেট সুলতানা কামাল। সভাপতিত্ব করেন বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান।

১৫ জুন ২০১৫ বিকেল ৩টায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর লেকচার গ্যালারিতে এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আলী রিয়াজ। আলোচনায় অংশ নেবেন জাফর সোবহান, অধ্যাপক জাকির হোসেন রাজু। সভাপতিত্ব করবেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।  

এ ছাড়া তিনদিনব্যাপী আয়োজনের প্রতিদিনি বিকেলে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।