'আবৃত্তি আড্ডা'র প্রথম বর্ষপূর্তি
‘আবৃত্তিই পারে কবিতার অন্তস্থ ভাষাকে মানুষের কাছে পৌঁছে দিয়ে চেতনার বোধকে শাণিত করতে’—কবি ও আবৃত্তি শিল্পীদের আড্ডায় উঠে আসে এমন সংলাপ। বৃহস্পতিবার ৬ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক আবৃত্তি আড্ডার আয়োজন করা হয়।
‘নান্দনিকতার মিছিলে আমরা’ স্লোগান সামনে রেখে এক বছর আগে শুরু হওয়া নিয়মিত আয়োজন 'আবৃত্তি আড্ডা'র প্রথম বর্ষপূর্তির আয়োজনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা, কবি এ এফ এম আকরাম হোসেন, কবি জোবায়ের মিলন, কবি ঋতুরাজ ফিরোজ, সাংবাদিক মীর মাসরুর জামান, সাংবাদিক রিয়াজ সেজান, বরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রমিত উচ্চারণবিদ ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মীর বরকত, জয়ন্ত চট্টোপাধ্যায়, রফিকুল ইসলাম, নাজমুল আহসান, মজুমদার বিপ্লব, লায়লা তারান্নুম কাকলীসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন জ্যেষ্ঠ আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী, তত্ত্বাবধান করেন ‘আবৃত্তি আড্ডা’র আহ্বায়ক মো. রশীদ কামাল। প্রবীণ আবৃত্তিশিল্পী, কবি ও নতুন আবৃত্তি শিল্পীদের মেলবন্ধন তৈরিতেই এমন আয়োজন করা হয়। আড্ডার পাশাপাশি অনুষ্ঠানে আবৃত্তিতে অংশ নেন নবীন ও প্রবীণ আবৃত্তিশিল্পীরা।