চৈত্রের হৃদয় তখন পুরোনো পেরেক

Looks like you've blocked notifications!

বাইরে গেলেও যেতে পারি; পা থাকলে যেমন সকলেই হাঁটতে চায়

তাই বলে তোমার সঙ্গে আকাশহীন শহরে ঘুড়ি ওড়াব,

লাটাই ঘুরাব শৈশব হারানো লোহার গারদে

শহুরে বর্জ্যের পাশে সুগন্ধি কুড়াব

স্বপ্ন ছড়াব অন্ধের তূণে;

কালো রাত্রিদের ভুলে গিয়ে

আনন্দের ভৈরবী শোনাব

আর তোমাদের কাচের শোকেসে বসে বিদ্রূপ সাজাব খাবারের থালে...

গালের আঁচিলে সেই লাবণ্য কোথায়?

তুমি যখন রঙের কথা বলছ—  বৈশাখী মন

চৈত্রের হৃদয় তখন পুরোনো পেরেক, খুব মরিচা ধরেছে এমন।