শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন আলী যাকের ও মফিদুল হক

Looks like you've blocked notifications!
আলী যাকের ও মফিদুল হক। ফাইল ছবি

শহীদ আলতাফ মাহমুদের দর্শন আমাদের শক্তি, সাহস ও সঞ্জীবন। গুণী এই সুরকার, সংস্কৃতিকর্মীর স্মৃতি ধরে রাখতে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন প্রতিবছর দিচ্ছে শহীদ আলতাফ মাহমুদ পদক।

চলতি বছর দেশের সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক পাচ্ছেন নাট্যজন আলী যাকের এবং লেখক-প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

আগামী ৩০ আগস্ট আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই দুই গুণীর হাতে এ পদক তুলে দেওয়া হবে।

এ প্রসঙ্গে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্যসচিব ও শহীদ-কন্যা শাওন মাহমুদ বলেন, ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের গত সবগুলো অনুষ্ঠানের ঠিকানা ছিল সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর এখন পর্যন্ত কখনো তাঁদের মিলনায়তন ব্যবহারের জন্য কোনো বিনিময়মূল্য নেয়নি। তবে দূরত্ব, যানজট ও দিনটি কার্যদিবস হওয়ার কারণে আমরা আমাদের অনুষ্ঠানস্থল পরিবর্তন করেছি। আলী যাকের ও মফিদুল হক এ বছর এই পদক পাচ্ছেন। তাঁদের হাতে শহীদ আলতাফ মাহমুদ নামাঙ্কিত পুরস্কার অর্পণ করার গৌরব অর্জনের সুযোগ আমরা পাচ্ছি, এর জন্য আমরা গর্বিত।’