‘এ বই আলমগীর কবিরের অজানাকে জানাবে’

Looks like you've blocked notifications!

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, শিক্ষক ও সংগঠক আলমগীর কবিরের রচনা, বিবৃতি ও সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন হলো গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে। ‘আলমগীর কবির রচনা সংগ্রহ ১ : চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন হয় আগামী প্রকাশনীর স্টলের সামনে। এ সময় সেখানে অধ্যাপক সলিমুল্লাহ খান, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র সংগঠক মুনিরা মোরশেদ মুন্নি, আগামী প্রকাশনীর প্রকাশক গণি ওসমান গণি ও বইয়ের সম্পাদকমণ্ডলী উপস্থিত ছিলেন।

বইটি সম্পর্কে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি বইটি একটি ঐতিহাসিক দলিল। আলমগীর কবির বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করেছেন। এখনকার প্রজন্ম আলমগীর কবিরকে প্রায় ভুলতে বসেছে। পাঠক এই বইটির মাধ্যমে তাঁর সম্পর্কে নতুন করে জানতে পারবেন।’ তিনি আরো বলেন, ‘একদল তরুণকে চলচ্চিত্র নির্মাণে আলমগীর কবির দীক্ষিত ও অনুপ্রাণিত করেছে। যেটি তিনি ছাড়া আর কেউ করতে পারেনি।’

বইটির ভূমিকা লিখেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। মোড়ক উন্মোচনের পর তিনি বলেন, ‘এ বই আলমগীর কবিরের সম্পর্কে অনেক অজানাকে জানাবে। তিনি ছিলেন দেশপ্রেমী ও চলচ্চিত্রপ্রেমী। এ বইয়ে আলমগীর কবিরের শৈশবের ছবি, বিলেতে যখন পড়তে গেছেন সেই সময়ে ছবি রয়েছে, যা আমাদের কাছে দুষ্প্রাপ্য ছিল।’ 

বইটির প্রধান সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, ‘আমরা আটজন মিলে বইটি সম্পাদনা করেছি। বইটি প্রকাশ করতে অনেক বেগ পেতে হয়েছে। আলমগীর কবির মারা গেছেন ৩০ বছর আগে, বইটি আরো আগে প্রকাশ করা দরকার ছিল। এই বইটিই শেষ না, আরো খণ্ড আসবে, আমরা আলমগীর কবিরের রচনাবলি ধারাবাহিকভাবে বের করব আশা করছি।’

বইয়ের প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল। বইটি যৌথভাবে প্রকাশ করেছে মধুপোক ও আগামী। আতিকুজ্জামান ছাড়াও বইটির লেখা সংগ্রহ ও সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন আরস্তু লেনিন খান, তাহমিদাল জামি, প্রিয়ম প্রীতম পাল, মেহেদী হাসান, রায়হান রাজু, সামসুদ্দোজা সাজেন ও মোহাম্মদ শরীফুল ইসলাম। 

মেলাতে বইটি পাওয়া যাচ্ছে আগামী প্রকাশনীর স্টলে। দাম রাখা হয়েছে ৯০০ টাকা।