মার্কেসের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

Looks like you've blocked notifications!

নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বই Hundreed Years of Soltitude-এর বাংলা অনুবাদ ‘নিঃসঙ্গতার একশ বছর’ বইয়ের সুবর্ণজয়ন্তী সংস্করণের প্রকাশনা অনুষ্ঠান গতকাল শনিবার রাজধানী ঢাকার গ্রন্থবিপণি বাতিঘরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক রফিক-উম-মুনীর চৌধুরী ও বণিক বার্তার ফিচার সম্পাদক আলীম আজিজ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মার্কেসের এ বইটি নিঃসন্দেহে গত শতকের শ্রেষ্ঠ বই। বিশ বছর আগে থেকে করা এই অনুবাদ এখনো পাঠকের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, তা সত্যিই উদাহরণযোগ্য।

বইটির অনুবাদ নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন এবং বইটির প্রকাশনার মান নিয়ে প্রশংসা করেন। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক দীপঙ্কর দাশ ও অনুবাদক জি এইচ হাবীব।