কবি হতে চেয়েছিলাম, পারিনি : খালেদ হোসাইন

Looks like you've blocked notifications!

কবি, শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক খালেদ হোসাইন। ১৯৬৪ সালের ২০ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজেলপুরে তাঁর জন্ম। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন নারায়ণগঞ্জে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। সাহিত্যের বহুমুখী অঙ্গনে তাঁর সফল বিচরণ। শিশুদের জন্য তিনি লিখেছেন ছড়াগ্রন্থ : ‘হাউমাউ’, ‘বৃষ্টি যদি আসে’, ‘লেজ’, ‘একা একা বানান শেখা’, ‘পায়রা উড়ে যায়’ প্রভৃতি। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘ইলামিত্র ও অন্যান্য কবিতা’, ‘শিকার-যাত্রার আয়োজন’, ‘জলছবির ক্যানভাস’, ‘পাতাদের সংসার’। এ ছাড়া রয়েছে গবেষণাগ্রন্থ ‘মীর মশাররফ হোসেন : জীবন ও পরিবেশ’, ‘আধুনিক বাংলা সাহিত্য প্রসঙ্গ’, ‘মীর মশাররফ হোসেনের জমীদার দর্পণ : বিষয় ও শৈলী’ ইত্যাদি। সাহিত্যের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন : ‘আবুল হাসান স্মৃতি পুরস্কার-১৯৮৮’, ‘শ্রুতি সম্মাননা-২০১২’, জীবনানন্দ পুরস্কার-২০১৪, দাগ সাহিত্য পুরস্কার-২০১৬।  লেখকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারটি গ্রহণ করেন অঞ্জন আচার্য।

যে বই বারবার পড়ি

গীতবিতান

যে বই পড়ব বলে রেখে দিয়েছি

অনেক

যে চলচ্চিত্র দাগ কেটে আছে মনে

গ্রিগরি চুখরাইয়ের ‘ব্যালাড অব এ সোলজার’

যে গান গুনগুন করে গাই

রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি!’

প্রিয় যে কবিতার পঙ্‌ক্তি মনে পড়ে মাঝেমধ্যে

জীবনানন্দ দাশের ‘সুরঞ্জনা’ কবিতার সেই লাইন ‘মানুষ কাউকে চায়—তার সেই নিহত উজ্জ্বল/ ঈশ্বরের পরিবর্তে অন্য কোন সাধনার ফল।’

খ্যাতিমান যে মানুষটি আমার বড় প্রিয়

রবীন্দ্রনাথ

যে ফুলের গন্ধে ঘুম আসে না

কাঁঠালচাঁপা

যা খেতে ভালোবাসি খুব

চা-সিগারেট

যা সহ্য করতে পারি না একেবারেই

স্বাস্থ্যকর সকল খাবার

জীবনে যার কাছে সবচেয়ে বেশি ঋণী

মা

যেমন নারী আমার পছন্দ

রসিকতা বুঝতে এবং করতে পারে

যেখানে যেতে ইচ্ছে করে—

সাইবেরিয়া

যেভাবে সময় কাটাতে সবচেয়ে ভালো লাগে

বই নিয়ে শুয়ে-বসে

যে স্বপ্নটি দেখে আসছি দীর্ঘদিন ধরে

সব মানুষ মানবিক

যে কারণে আমি লিখি

বিমোক্ষণের মোহে

নিজের যে বইটির প্রতি বিশেষ দুর্বলতা আছে

পথ ঢুকে যায় বুকে

ভালোবাসা মানে আমার কাছে...

আত্মার সঙ্গে আত্মার শান্তিপ্রদ মিলন

আমার চোখে আমার ভুল

স্বভাবজাত আর স্বেচ্ছাকৃত আলসেমি

জীবনে যা এখনো হয়নি পাওয়া

সদলবলে স্বর্গে যাওয়া

যে স্মৃতি এখনো চোখে ভাসে

পুকুরে বাবার সাঁতার শেখানো

যা হতে চেয়েছিলাম, পারিনি

কবি

জীবনের এ-প্রান্তে এসে যতটা সফল মনে হয় নিজেকে

অনেকটা। ভালোবাসতে পারি। ভালোবাসা পাই। তাই।

কোনটা ভালো লাগে—পাহাড়, নাকি সমুদ্র?

সমুদ্র। অনুদ্ধত, তাই।

কোনটা বেশি টানে—বর্ষার বৃষ্টি নাকি শরতের নীল আকাশ?

বর্ষার বৃষ্টি