হাসান আজিজুল হককে আইএফআইসি ব্যাংক ‘সাহিত্যরত্ন’ সম্মাননা

Looks like you've blocked notifications!
প্রথমবারের মতো আইএফআইসি ব্যাংক প্রবর্তিত সাহিত্যরত্ন সম্মাননা পেলেন কথাসাহিত্যক হাসান আজিজুল হক। ছবি : এনটিভি

প্রথমবারের মতো আইএফআইসি ব্যাংক প্রবর্তিত সাহিত্যরত্ন সম্মাননা পেলেন কথাসাহিত্যক হাসান আজিজুল হক। সেই সঙ্গে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৬ পেলেন খসরু চৌধুরী এবং শাকুর মজিদ।

আজ শনিবার সকালে পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর ফজলে কবীর।

‘সুন্দর বনের বাঘের পিছু পিছু’ বইয়ের জন্য খসরু চৌধুরী এবং ‘ফেরাউনের গ্রাম’ বইয়ের জন্য শাকুর মজিদ ক্রেস্ট ও পাঁচ লাখ টাকার আর্থিক পুরস্কার পান।

সেই সঙ্গে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে প্রথম প্রবর্তিত ‘সাহিত্যরত্ন’ সম্মাননা লাভ করেন হাসান আজিজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাঙ্কের চেয়ারম্যান সালমান এফ রহমান, ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারোয়ারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।