রাহুল রায়চৌধুরীর কবিতা

ইচ্ছেডানা

Looks like you've blocked notifications!

ধীরে ধীরে ডুবে যাচ্ছে মুহূর্তরা সব নতুন নতুন নামের পিছনে

দেখতে দেখতে তলিয়ে যাচ্ছি যে মহাসমুদ্রে
তারই নাম কি মোহ?

অতল জলরাশির মাঝে
চাইছি, কিন্তু পেরেও পারছি না ছুঁতে যে ছোট্ট দ্বীপখানিকে,
সে-ই কি তবে ভালোবাসা, প্রেম
নাকি ছন্দপতনের দায়, অথবা কোনো অভ্যাস?

তুমি, আমি মিলে আজও ‘আমরা’ হইনি
খাঁচার পাখির মতো ছটফট করে দিনান্তের অভ্যাসগুলো
ঘরে ফেরার তাগিদে একটু একটু করে রোজই ছোট হয়
আমাদের ‘কল ডিউরেশন’

নিস্তব্ধতা পূরণ করে সব শূন্যস্থান...

এভাবেই ম্যানেজ হয় মুহূর্তগুলো
এভাবেই ‘একা হয়ে বাঁচে’ আমাদের ‘এক হয়ে বাঁচা’র ইচ্ছেডানা।
ভবিতব্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিত্যদিন হা-হুতাশ করে
ব্যস্ততার ঘটমান বর্তমান...

ধীরে ধীরে ডুবে যাচ্ছে মুহূর্তরা সব।
বাড়ছে জলরাশি, খাঁচার প্রাচীরও।

চাইছি, প্রাণপণে চাইছি—
তবুও ‘তুমি’, ‘আমি’ মিলে আজও ‘আমরা’ হতে পারছি না...