আজ শেষ হচ্ছে চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন
‘ঐতিহ্যের উত্তরাধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দ্রাবতী একাডেমি গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু করেছে দুই দিনব্যাপী চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলানায়তনে চলছে এই আয়োজন।
সম্মেলনে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা দেশ বরেণ্য শিশু সাহিত্যিকরা যোগ দিয়েছেন। উৎসবের প্রথম দিনে গতকাল তিন শিশু সাহিত্যিককে ‘চন্দ্রাবতী শিশু সাহিত্য পুরস্কার ২০১৫’ দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত তিন শিশু সাহিত্যিক হলেন হালিমা খাতুন, হায়াৎ মামুদ ও আলী ইমাম।
অনুষ্ঠানে এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জমান সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের হাতে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
কামরুজ্জামান কাজল বলেন, ‘সবসময় আমরা চেষ্টা করি বড় পরিসরে কিছু করার। কিন্তু আমরা হয়তো পুরোপুরি সেটা করতে পারি না। তবে সেই চেষ্টা করছি, ভবিষ্যতেও চেষ্টা চালিয়ে যাব। বাংলা শিশু সাহিত্যের বিকাশে হালিমা খাতুন, হায়াৎ মামুদ ও আলী ইমামের গুরুত্ব অপরিসীম।’
গতকাল প্রথম অধিবেশনের পর কিশোরগঞ্জ সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা গীতিনৃত্যনাট্য পরিবশেন করেন। আজ উৎসবের শেষ দিন। সকাল ১০টা থেকে শুরু হয়েছে লেখকদের মিলনমেলা। এ ছাড়া প্রবন্ধ, ছড়া পাঠ, আবৃত্তি এবং গীতিনৃত্যনাট্যও আজ থাকবে।