মেলার বিদায়বেলায় বৃষ্টির হানা
অমর একুশে গ্রন্থমেলার ২৭তম দিন আজ বুধবার। আগামীকাল মেলার শেষ দিন রাজধানীতে নির্বাচনের কারণে যান চলাচল বন্ধ থাকবে। তাই ধারণা করা হচ্ছিল আজ পাঠক ক্রেতারা আসবেন পছন্দমতো বই কিনতে। আজই হয়ত অনেকে শেষবারের মতো বইমেলায় আসতেন। কিন্তু বৃষ্টির কারণে সব পণ্ড হয়ে গেছে। ভোরে কিছুটা বৃষ্টি হলেও মেলায় খুব একটা ক্ষতি হয়নি।
বিকেল ৩টার সময় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে দর্শনার্থীরা অল্প অল্প করে আসতে শুরু করেন। কিন্তু সাড়ে ৪টার দিকে ঝুম বৃষ্টি নামে, ভেস্তে যায় বইমেলার সব আয়োজন। সকাল থেকে এ কারণে বইমেলার কিছুটা ক্ষতি হয়েছে। টানা ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে মেলা প্রাঙ্গণে পানি জমে গেছে। স্টলের বই গুটিয়ে পর্দা নামিয়ে বসে আসেন প্রকাশক-বিক্রয়কর্মীরা। মেলায় আগত দর্শনার্থীরা আশ্রয় নিয়েছেন ক্যান্টিনে, পুলিশবক্সে ও বাংলা একাডেমির বিভিন্ন ভবনে। বাংলা একাডেমির ভেতরে লিটলম্যাগ চত্বরে স্টল বন্ধ করে দিয়েছেন সম্পাদক ও কর্মীরা। এদিকে বৃষ্টির কারণে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন আছে। এখন পর্যন্ত বৃষ্টি থামেনি। মেলা বন্ধ আছে।
নতুন বই
আজ নতুন বই এসেছে ২৪৮টি। গতকাল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বই জমা পড়েছে চার হাজার ২৫৭টি বই। গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধ-অনুবাদ-শিশুসাহিত্য সব ধরনের বই আছে এ তালিকায়। বাংলা একাডেমির হিসাবে, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাহিত্যের জনরা অনুযায়ী বই জমা পড়েছে: গল্প ৫৪৭টি, উপন্যাস ৫১৩টি, প্রবন্ধ ১৯০টি, কবিতা ১০৭৫টি, গবেষণা ৫৩টি, ছড়া ৮১টি, শিশুতোষ ৮৯টি, জীবনীগ্রন্থ ১১৭টি, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ৮৪টি, অনূদিত বই ২৮টি এবং বাকিগুলো অন্যান্য।
অনুষ্ঠান পর্ব
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় বইমেলা : উদ্যোগ ও অর্জন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন শাহিদা খাতুন। আলোচনায় অংশগ্রহণ করেন ওসমান গনি, রেজানুর রহমান, ফরিদ আহমদ দুলাল এবং জালাল আহমেদ। সভাপতিত্ব করেন সৈয়দ মনজুরুল ইসলাম। সন্ধ্যায় শুরু হয় কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
লেখক বলছি
আজ বৃষ্টির কারণে ‘লেখক বলছি’ মঞ্চের পর্বগুলো অনুষ্ঠিত হয় একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে। আজ উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, কবি শাহেদ ইকবাল, গবেষক সুমন কুমার দাশ, কবি শোয়েব সর্বনাম ও প্রাবন্ধিক রশিদ আসকারী। আগামীকাল বইমেলার শেষ দিন। এই মঞ্চের জন্য আজ থেকে আর কোনো বই জমা নেওয়া হচ্ছে না।
মোড়ক উন্মোচন
মেলার ২৭তম দিনে বৃষ্টির কারণে মোড়ক উন্মোচন মঞ্চে মোড়ক উন্মোচন করা হয় মাত্র ৫টি বইয়ের। গত ২৬দিনে প্রায় আট শতাধিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয় বইমেলার এই মঞ্চে।
আগামীকাল বৃহস্পতিবার, গ্রন্থমেলার সমাপনী দিন। গ্রন্থমেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।