মেলার বর্ধিত সময়েও আসছে নতুন বই

Looks like you've blocked notifications!

একুশের গ্রন্থমেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল গত ২৮ ফেব্রুয়ারি। বৈরি আবহাওয়ার কারণে আর দুদিন বাড়ানো হয় মেলার সময়সীমা। এই বর্ধিত সময়ের প্রথমদিন ছিল গতকাল শুক্রবার। এদিন মেলায় এসেছে মোট ৮৬টি নতুন ও পুনঃমুদ্রিত বই। এগুলোর মধ্যে উল্লেখ যোগ্য বইগুলো হলো নির্মলেন্দু গুণের ‘আনন্দ উদ্যান’, সেলিনা হোসেনের ‘মেয়রের বাড়ি’, কাকলী প্রধানের ‘নদী নেবে’, মুহম্মদ নুরুল হুদার ‘গালিবের কাছে ক্ষমা প্রার্থনা’, মো. মোশাররফ হোসেন ভূ্ঞার ‘ভূতো গাছে পরির ছানা’ প্রভৃতি। নিচে বইগুলোর পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো।