মেলার অতিথি

ফেব্রুয়ারি বাংলা ভাষীদের ঐতিহাসিক মাস : কায়সার হামিদ

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ দিনে তৃতীয়বারের মতো সস্ত্রীক এসেছেন জাতীয় ফুটবল দল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরতে ঘুরতে তিনি বেশ পুলক অনুভব করছেন বলে জানালেন। কায়সার হামিদ বলেন, ‘গ্রন্থমেলায় আমার কোনো বই না এলেও মা-বাবা এবং আমার স্ত্রী লোপা কায়সারের উপন্যাস পাওয়া যাচ্ছে যা আমার জন্য অত্যন্ত গর্বের। এ ছাড়া বইমেলায় আসতে আমার এমনিতেই ভালো লাগে।

বাংলা ভাষীদের জন্য ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক মাস উল্লেখ করে কায়সার বলেন, ‘বাংলা ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জাব্বার, শফিউর প্রাণ দিয়েছেন। এ রকম পৃথিবীর ইতিহাসে বিরল। এ মাসে আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা’ আমাদের সংস্কৃতির পরিচায়ক। এ গ্রন্থমেলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বময়।’

মেলার পরিবেশ বেশ পছন্দ হয়েছে উল্লেখ করে সাবেক এ ফুটবলার বলেন, ‘এবারের বিস্তৃত পরিসর মেলাকে সুন্দর এবং আকর্ষণীয় করেছে। স্টলের সামনে গাদাগাদি হচ্ছে না। পরিবার নিয়ে ঘুরে ঘুরে বই দেখা যাচ্ছে নির্বিঘ্নে, যা দেখে আমি সত্যি উৎফুল্ল। মেলায় মানুষ শুধু বই কিনতে আসে না, এটি একটি মিলনমেলার মতো।’