‘বীরাঙ্গনার আত্মকথন’ একটি দালিলিক প্রমাণ
মুক্তিযুদ্ধে ২০ জন নারী মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার বয়ানে রচিত হয়েছে, ‘বীরাঙ্গনার আত্মকথন’। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ কিংবা সম্ভ্রম হারানো ৩ লাখ মা-বোনের ত্যাগ স্বীকার নিয়ে যারা কটাক্ষ করে কথা বলেন তার একটি জবাব এবং দালিলিক প্রমান হিসেবে বইটি গণ্য হবে।
আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ড. শেখ আবদুস সালাম ও শিল্পী বেগম রচিত ‘বীরাঙ্গনার আত্মকথন’ শীর্ষক প্রামাণ্য গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নারী সম্ভ্রমসহ সবকিছু হারানো ২০ জন নারী মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার নিজ বয়ানে তাঁদের উপর অত্যাচার-নির্যাতনের কাহিনী আর যুদ্ধ পরবর্তী সময়ে তাঁদের জীবন যুদ্ধে টিকে থাকার বিষয় নিয়ে রচিত বইটির মুখবন্ধ লিখেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বইটির উপর একটি প্রাথমিক পর্যালোচনা লিখেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহবুব উল আলম হানিফ। বইটির উপর আলোচনা করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, জনাব মফিদুল হক ও অধ্যাপক এম এম আকাশ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের সভাপতি জনাব রকিব উদ্দিন আহমেদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান। এছাড়াও সূচনা বক্তব্য রাখেন বইটির অন্যতম লেখক অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব আহমেদ পিপুল।
বইটি প্রকাশ করেছে একাত্তর প্রকাশনী এবং বইটির পরিবেশক বাংলাদেশ বুক কো-অপারেটিভ সোসাইটি। একুশে বইমেলায় এর স্টল ল নং ৩৭৬। এছাড়া একুশে বই মেলায় আজমাইন পাবলিকেশনসে (বই মেলায় স্টল নং- ৫৭৩) বইটি পাওয়া যাচ্ছে।