সাক্ষাৎকার

প্রাণের টানে বইমেলায় আসি : সৈয়দ মনজুরুল ইসলাম

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিনে মেলায় এসেছিলেন গল্পকার ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচনের ফাঁকে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘মেলায় আসতে সব সময় ভালো লাগে এবং মেলায় এলে প্রাণের টান থেকেই আসা হয়। বইয়ের সঙ্গে থাকার যে আনন্দ তা মেলায় এলে পাওয়া যায়।’

এবার সৈয়দ মনজুরুল ইসলামের তিনটি নতুন বই আসছে। এর মধ্যে ‘ভুলে থাকা গল্প’, ‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ’ অন্যতম।

নিরাপত্তার বিষয়ে তিনি পাঠকদের দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে বলেন, ‘নিরাপত্তার মালিকানা পাঠকদের হাতে। আসলে পুলিশ দিয়ে হয় না।’

মেলার আয়োজন সম্পর্কে শিক্ষক ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘এবার মেলার আয়োজন নিয়ে আমি সন্তুষ্ট।’ তবে মেলা প্রাঙ্গণের আলোটা আরেকটু বাড়ানো দরকার বলে মনে করেন সৈয়দ মনজুরুল ইসলাম।