সাক্ষাৎকার

মুক্তচিন্তাকে কেউ আটকাতে পারবে না : আনোয়ার হোসেন

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিনে এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এদিনটি ছাড়াও তিনি তিনদিন মেলায় এসেছেন বলে জানালেন।

উৎসবমুখর পরিবেশে মেলা সব সময় উপভোগ্য উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, ‘এখানে বিভিন্ন বয়সের মানুষ থাকে। যার কারণে সব সময় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। যা আমার খুব ভালো লাগে।’

মুক্তচিন্তাকে কেউ আটকাতে পারবে না উল্লেখ করে ড. আনোয়ার হোসেন বলেন, ‘মেলায় শঙ্কা জাগিয়ে দিয়েছে জঙ্গিবাদ। এ কারণে মেলার নির্মলতা ব্যাহত হয়েছে। তবে মানুষ তা অতিক্রম করেছে। প্রকাশকদের মেরে ফেলে, লেখকদের হুমকি দেয়ে আর পাঠকদের দমিয়ে রেখে মুক্ত চিন্তাকে আটকানো সম্ভব নয় কখনো।’

মেলায় ‘অনন্ত আমরা চুপ থাকব না’ ও ‘চক্রবর্তীর ঘরে ফেরা’ শিরোনামে দুটি নতুন বই আসছে প্রাণরসায়ন বিভাগের এ অধ্যাপকের।