সাক্ষাৎকার

লেখালেখি আমার প্রাণ : মনি হায়দার

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলার ১৯তম দিনে দেখা হলো উপন্যাসিক, গল্পকার ও শিশুসাহিত্যিক মনি হায়দারের সঙ্গে। বাংলা একাডেমিতে কাজ করার পাশাপাশি লেখালেখিটাকে নিয়েছেন জীবনের একমাত্র ব্রত হিসেবে। তাই কথা বলার শুরুতেই তিনি অকপটে স্বীকার করে নিলেন, ‘লেখালেখিটাই আমার প্রাণ। এ কাজ যদি আমার থেকে দূরে সরে যায় তবে আমি তো আমাতে থাকব না।’

‘দায়িত্বের খাতিরে মেলায় প্রতিটি দিন থাকতে হয়। এতে আমি অত্যন্ত খুশি। মেলায় আগত পাঠক, নতুন লেখকদের সাথে পরিচয় ঘটে। যা আমার জন্য অন্যরকম এক পাওয়া’, বললেন মনি হায়দার।

এরপর লেখালেখির বিষয়ে তিনি বলেন, ‘আমি আসলে ছোটগল্প লিখতে পছন্দ করি বেশি। এটি আমার সাধনার জায়গা। আমি আমার গল্পে সংগ্রাম করে বেঁচে থাকা জীবনগুলোর কথা বলতে ভালোবাসি বেশি। এ ছাড়া শিশুতোষ সাহিত্যের প্রতিও রয়েছে আমার টান।’

এবারের বইমেলায় উপন্যাস, গল্প ও শিশুতোষ উপন্যাস মিলিয়ে মনি হায়দারের ছয়টি বই বের হচ্ছে। কথা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর লেখার ভুবনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। দেশ পাবলিকেশন্স থেকে  উপন্যাস ‘নায়ক ও নায়িকারা’, বটেশ্বর থেকে ‘আমার বীণু খালা’, শামীম পাবলিশার্স থেকে শিশুতোষ উপন্যাস ‘মিস্টার এন্ড মিসেস ভূত’, শব্দশৈলী থেকে ‘বঙ্গবন্ধু ও রাসেলের গল্প’, মনন প্রকাশ থেকে ‘প্রকৃতি ও পরিবেশের গল্প’ এবং কথা প্রকাশ থেকে ‘দড়ির উপর পাতলা দা’ প্রকাশিত হচ্ছে।

এরই মধ্যে তাঁর রচিত উপন্যাস, গল্প, শিশুতোষ উপন্যাস এবং প্রকৃতিবিষয়ক গল্পগুলো বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে।