সোহাগী জাহান তনুর জন্য কবিতা

ধর্ষিতা

Looks like you've blocked notifications!

ফেলানীর মতো তুমিও প্রশ্ন রেখে গেলে
কিন্তু বিশ্বাস করো তোমার মতো
এমন লক্ষ লক্ষ প্রশ্ন কাঁধে চেপে
হেঁটে যাই কবিতার পথে।

ইদানীং কবিতাও ধর্ষিত হয়
রক্তাক্ত হয়, বিষণ্ণ সন্ধ্যায় পাশবিক নির্যাতনে
বেমালুম ভুলে যায় স্বাধীনতা, একাত্তর
শেখ মুজিব।

ইদানীং কবিতায় ভালোবাসা নেই
প্রিয়ার চোখে যেন তুমি তাকিয়ে থাকো! 
কবিতায় প্রাণ নেই 
তোমার প্রশ্নেরা শ্মশান গড়েছে কবিতায়।
একটি কবিতা যদি 
একটি ধর্ষককে পোড়াতে পারে।
কবিতার ফাঁসি হলে যদি ধর্ষকের ফাঁসি হয়।
আমি আগুন জ্বালাব কবিতায়
ফাঁসিতে ঝোলাব কবিতা।
তোমার প্রশ্নের কোনো উত্তর নেই 
শুধু বলি, তুমি নও, প্রিয় স্বদেশ আজ ধর্ষিতা।