গপ্পো তক্ক যুক্তি
কখনোই কোনো ‘স্টার ওয়ার্স’ ছবি দেখিনি : জিম জারমুশ
‘ডেড ম্যান’, ‘কফি অ্যান্ড সিগারেটস’, ‘দ্য লিমিটস অব কন্ট্রোল’, অনলি লাভারস লেফট অ্যালাইভ’, ‘ব্রোকেন ফ্লাওয়ারস’, ‘মিস্ট্রি ট্রেন’, ‘স্ট্রেনজার দ্যান প্যারাডাইস’—এমন সব ছবির নির্মাতা জিম জারমুশ। এই স্বাধীনধারার মার্কিন চলচ্চিত্র নির্মাতা নিজের ছবিগুলোর মতোই অসামান্য মেধাবী এবং পাগলাটে। ‘স্কুইরেল’ নামের একটি মেটাল ব্যান্ডের গিটারিস্টও তিনি! মাত্র ১৭ বছর বয়সে চলে এসেছিলেন নিউইয়র্কে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন করে তাঁর মাথায় ফিল্মের চিন্তা ঢোকে। তারপর অভিজ্ঞতা ছাড়াই টিশ স্কুল অব দ্য আর্টসে ফিল্ম নিয়ে পড়ালেখার জন্য নির্বাচিত হন। তার পরের গল্পগুলো বিচিত্র, সাফল্যে ভরা। ১৯৮৪ সালেই তাঁর প্রথম দিককার ছবি ‘স্ট্রেনজার দ্যান প্যারাডাইস’ কান চলচ্চিত্র উৎসবে ‘ক্যামেরা ডি অর’ পুরস্কার জিতে নেয়। এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করছে তাঁর নতুন ছবি ‘প্যাটারসন’। ভ্যারাইটি ম্যাগাজিনের সঙ্গে আলাপের সময় আবারও বুঝিয়ে দিয়েছেন, বয়স বাড়লেও খ্যাপামি এখনো কমেনি তাঁর!
আপনি নাকি ২০ বছর আগে এই ছবির (প্যাটারসন) গল্পের ট্রিটমেন্ট লিখে রেখেছিলেন?
জিম জারমুশ : আমি বছরে বছরে স্রেফ অনেক আইডিয়া এক জায়গায় করেছি। এটা (প্যাটারসন) আমার সম্ভাব্য প্রোজেক্টগুলোর একটা ছিল। আমি অনেকটা সময় ধরে এটার কথা একরকম ভুলেই গিয়েছিলাম।
এই ছবির কবিতাগুলো কোত্থেকে পেলেন?
জিম জারমুশ : সমসাময়িক কবিদের মধ্যে রন প্যাজেট আমার খুব পছন্দের একজন। সে এই ছবির জন্য কবিতাগুলো লিখতে রাজি হয়েছে। এ ছাড়া ওর আগের লেখা কিছু কবিতাও আমরা এখানে ব্যবহার করেছি।
অ্যাডাম ড্রাইভারকে (‘প্যাটারসন’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন) কীভাবে নিলেন এই ছবিতে?
জিম জারমুশ : আসলে ব্যাপারটা কি, সাধারণত মূল চরিত্রের জন্য কাকে নেব সেটা আমার চিন্তায় ঠিক করা থাকে। কিন্তু এ ক্ষেত্রে ব্যাপারটা তেমন ছিল না কারণ আমি কাউকে পাইনি। কাজেই আমি খুঁজতে লেগে গেলাম। সত্যি বলতে, অ্যাডামের খুব বেশি কাজ আমার দেখা হয়নি। ওকে কেবল ‘ফ্র্যান্সেস হা’, ‘ইনসাইড লিউয়িন ডেভিস’-এর একটা ছোট্ট চরিত্রে আর ‘গার্লস’ সিরিয়ালের কয়েকটা পর্বে দেখেছি। ওর উপস্থিতির মধ্যে একটা ব্যাপার আছে, এটাই আমার খুব পছন্দের।
আপনি কি ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ দেখেছেন?
জিম জারমুশ : না। আমি কখনোই কোনো ‘স্টার ওয়ার্স’ ছবি দেখিনি। আমি আসলেই জানি না যে এটা কেমন ছবি, কোনো ধুন্ধুমার রক মিউজিকের ছবি নাকি! আর আমি কোনো ‘স্টার ওয়ার্স’ ছবি না দেখেই দিব্যি কবরে যেতে চাই! আমি কোনোদিন ‘গন উইথ দ্য উইন্ড’ও দেখিনি!
আপনার কি ক্লাসিক ছবি ভালো লাগে না?
জিম জারমুশ : আমি হাজার হাজার ক্লাসিক সিনেমা দেখেছি। আমি পুরোদস্তুর ফিল্মখেকো। শুধু যে ছবিগুলো নিয়ে বেশি কচকচানি হয়, বলতে পারেন আপনার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হয়, আমি চমৎকারভাবে ওগুলোকে পাশ কাটাতে জানি; এই আর কি!
অ্যাডাম (ছবির একটি চরিত্র) কি বাস চালানো শিখেছে ঠিকঠাক?
জিম জারমুশ : ও একটা বাস ড্রাইভিং স্কুলে গিয়েছিল বটে! আমরা যতগুলো দৃশ্য শুট করেছি, তার সব কটাতেই সে অবশ্য বাস চালাতে পারেনি। ব্যাপারটা বেশ মজার ছিল। আমাদের প্রোডাকশন থেকে চেষ্টা করা হচ্ছিল অ্যাডামের জন্য একটা বাস ড্রাইভিং লাইসেন্সের বন্দোবস্ত করার। আমরা যখন এটার জন্য জোর চেষ্টা চালাচ্ছি, অ্যাডাম নিজেই ব্যাপারটা ঠিকঠাক বুঝে উঠল আর গটগট করে বাস ড্রাইভিং স্কুলে চলে গেল!
মানুষজন যে হলে গিয়ে আপনার ছবি দেখে, এটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ?
জিম জারমুশ : অ্যামাজন স্টুডিওর সঙ্গে বাতচিত করার সময়েই আমি বলেছি, ভিওডির (ভিডিও অন ডিমান্ড) আগে অবশ্যই সিনেমা প্রচুর মুভি থিয়েটারে প্রদর্শনী হওয়া উচিত। আমার কাছে এটা গুরুত্বপূর্ণ।
কেন?
জিম জারমুশ : হয়তো আমি একটু পুরোনো ধাঁচের মানুষ। আমি হলে বসেই সিনেমা দেখতে ভালোবাসি। আমি, আমি আসলে সিনেমা স্রেফ পছন্দ করি, আমি সিনেমার মধ্যে দিয়েই বড় হয়ে উঠেছি। অচেনা সব লোকজনের সঙ্গে অন্ধকার একটা ঘরে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা, এর কোনো তুলনাই হয় না!
আপনি কি কান উৎসবের ‘রেড কার্পেট’ বিষয়টার ভক্ত?
জিম জারমুশ : ভক্ত? প্রশ্নই আসে না। আমি এও চাই না যে আমার ছবি তোলা হোক। নিজের ঢোল পেটানোর সাধ বা সাধ্যও আমার নেই। এসব আমার কাছে খুব অস্বস্তিকর লাগে। তবে আমি এই বিষয়টাকে অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান জানাই কারণ এটা কানের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অংশ।
আপনি কি কোনোদিন স্টুডিও-কেন্দ্রিক ছবি বানাবেন?
জিম জারমুশ : মনে হয় না কখনোই বানাব। হলিউডের কেউকেটা লোকজন আমাকে নির্দেশনা দেবে, আর এটাই সমস্যা। আমি বুঝি যে যখন বড় বিনিয়োগ থাকবে, তারা অবশ্যই সেটাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। সেখানেই বুঝতে হবে যে আমি কোনো ধরনের নিয়ন্ত্রণ করার জন্য সঠিক মানুষটি নই। এটা স্রেফ বাস্তবতা। পূর্ণ নিয়ন্ত্রণ করে বড় বাজেটের ছবি ওরা আমাকে বানাতে দেবে না।