পাবলো নেরুদার কবিতা
তোমার পা
পাবলো নেরুদা। চিলির কবি, রাজনীতিও করেছেন। প্রকৃত নাম নেফতালি রেকার্দো রিজ বাসোয়ালতো। ১৯০৪ সালের ১২ জুলাই এই বিখ্যাত লাতিন আমেরিকান কবি চিলির দক্ষিণের পোরো শহরে জন্ম নিয়েছিলেন। ‘পাবলো নেরুদা’ ছদ্মনামটি চেক কবি জঁ নেরুদার নাম থেকেই কবি নেরুদা নিয়েছিলেন। ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর চিলির সান্তিয়াগোতে মৃত্যুবরণ করেন তিনি। ‘ইয়োর ফিট’ কবিতাটি ‘দ্য এসেনশিয়াল নেরুদা : সিলেক্টেড পোয়েমস’ থেকে নেওয়া হয়েছে।
যখন তোমার মুখ দেখি না
দেখি তোমার পা
গোছানো হাড়ের কাঠামোয়
তোমার ছোট্ট, দৃপ্ত পা
জানি ওরা তোমায় বয়ে বেড়ায়
আর তোমার পুরো কায়াতেই ভর করে বেড়ে ওঠে
তোমার ঘাড়, স্তন, চোখের অপলক উড়ে চলা দৃষ্টি
তোমার লালচে চুলের বিনুনি, আমার আশ্রয়…
তবু আমি তোমার পাগুলোকেই ভালোবাসি
কারণ ওগুলো শুধু হেঁটে বেড়িয়েছে পৃথিবীর পথে, জলে কিংবা বাতাসের স্বরে
তুমি আমাকে খুঁজে নেওয়ার আগ পর্যন্ত!
(অনুবাদ : সামি আল মেহেদী)