পাঠক সমাবেশ কেন্দ্রে পাবলিশার অব দ্য মান্থ অ্যাডর্ন

Looks like you've blocked notifications!

রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে পাবলিশার অব দ্য মান্থ চলছে। এ মাসের প্রকাশক অ্যাডর্ন। অ্যাডর্নের সাত শতাধিক বই আকর্ষণীয় ছাড়ে পাঠকদের হাতে তুলে দিতে এই আয়োজন। এখানে পাবলিশার অব দ্য মান্থ উপলক্ষে থাকছে বিষয়ভিত্তিক আড্ডা যাতে অংশ নিচ্ছেন লেখক-পাঠকরা। ৮ মে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল কথাসাহিত্য নিয়ে জমজমাট আড্ডা। আড্ডায় অনেকের মাঝে উপস্থিত ছিলেন বিপ্রদাশ বড়ুয়া, মাহবুব সাদিক, সাযযাদ কাদির, আবুল কাসেম, আতা সরকার, জাহানারা জামান, আফরোজা অদিতি, জয়নাল হোসেন, কাবেদুল ইসলাম, বুলবুল সরোয়ার, সাইমন জাকারিয়া, পারভিন আক্তার প্রমুখ। এ ছাড়া গত বৃহস্পতিবার বিকেলে ভ্রমণ সাহিত্য নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আড্ডা, যাতে উপস্থিত ছিলেন ইনাম আহমেদ চৌধুরী, ড. রেজাউর রহমান, কবি মুহম্মদ নুরুল হুদা, আশরাফ আল দীন, বুলবুল সরোয়ার, জয়নাল হোসেন, জ্যোতি বিকাশ বড়ুয়া, সালাউদ্দিন গাজী, জাহানারা জামান, শিল্পী সৈয়দ ইকবাল, কিশোয়ার ইমদাদ প্রমুখ। আড্ডায় আরো অংশ নেন ভ্রমণপিয়াসী পাঠক সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

পাঠক সমাবেশ কেন্দ্র ও অ্যাডর্ন পাবলিকেশনের এই যৌথ আয়োজনের বিষয়ভিত্তিক আড্ডার মধ্যে আগামী ১৪ মে বৃহস্পতিবার থাকছে কবিতা, গান ও অনুবাদ সাহিত্য নিয়ে, ১৫ মে শুক্রবার থাকছে আত্মজীবনী ও স্মৃতিকথা নিয়ে, ১৬ মে শনিবার থাকছে নাটক ও নাট্যসাহিত্য নিয়ে, ২২ মে শুক্রবার থাকছে শিশু-কিশোর সাহিত্য নিয়ে, ২৩ মে শনিবার থাকছে ইতিহাস ও গবেষণা নিয়ে লেখক-পাঠকের আড্ডা। আড্ডাগুলোতে সৃজনশীল ও মননশীল সাহিত্য রচনা, অনুবাদ ও বই প্রকাশনার বিষয়-বৈচিত্র্য উঠে আসবে বলে আমরা আশা করছি। এসব আড্ডায় উপস্থিত থাকবেন ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, ড. আহসান সাইয়েদ, কবি মুহম্মদ নূরুল হুদা, ড. মোরশেদ শফিউল হাসান, ড. বিশ্বজিৎ ঘোষ, মাহবুব তালুকদার, আহমাদ মাযহার, ড. মোস্তাক শরীফ, খায়রুল আলম সবুজ, সৈয়দ মুহাম্মদ লুৎফুল হক, রফিকুল হক দাদু ভাই, হাবীবুল্লাহ সিরাজী, ফারুক মাহমুদ, হাসান হাফিজ, মিনার মনসুর, রহীম শাহ্, মো. মারুফ খান, কবির চান্দ, ড. আহমাদ মোস্তফা কামাল, মোহাম্মদ শফিকুল ইসলাম, আমিনুর রহমান, নভেরা হোসেন, জুনান নাশিত, শেলী নাজ, জয়শ্রী সরকার, আনতারা রাইসাসহ অ্যাডর্ন পাবলিকেশন প্রকাশিত বিভিন্ন বইয়ের নবীন-প্রবীণ লেখক ও গবেষকরা।

এ আয়োজনে অ্যাডর্ন প্রকাশিত এবিসি সিরিজের (অ্যাডর্ন বুকস ফর চিলড্রেন) বই, কিশোরদের বই, গল্প, উপন্যাস, নাটক, কবিতা, ক্লাসিকস, প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ, অর্থনীতি, রাজনীতি, আদিবাসী, দর্শন, ধর্ম, ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্মৃতিকথাসহ শিশু-কিশোরদের জন্য সিরিজের বিশেষায়িত বাংলা-ইংরেজি ভাষায় লেখা অন্যান্য বই সংগ্রহ করতে পারছেন বিশেষ ছাড়ে।