ঢাকা থিয়েটারের ৫০ বছর পূর্তি

Looks like you've blocked notifications!
ছবি : ঢাকা থিয়েটারের সৌজন্যে

স্বাধীন বাংলাদেশের থিয়েটার চর্চায় ‘পথিকৃৎ’ নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ গতকাল শনিবার (২৯ জুলাই) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে। ১৯৭৩ সালের ২৯ জুলাই যুদ্ধ ফেরত কয়েকজন তরুণ মিলে প্রতিষ্ঠা করেন নাট্য দলটি। দীর্ঘ এ নাট্যযাত্রায় দলটির অন্যতম কাণ্ডারির ভূমিকায় ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, সেলিম আল দীন ও শিমূল ইউসুফসহ আরও কয়েকজন।

ওই বছরের নভেম্বরে প্রয়াত নাট্যকার ও অধ্যাপক সেলিম আল দীনের লেখা ‘সংবাদ কার্টুন’ নাটকটি মঞ্চস্থ হয়েছিল। ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে সেই নাটকের টিকিটের দাম ছিল দুই টাকা। সেলিম আল দীনের রচনা ও নাসিরউদ্দিন ইউসুফের নির্দেশনায় নাটকটি বেশ জনপ্রিয়তা পায়। 

‘সংবাদ কার্টুন’ ছাড়াও ওই একই সময়ে ‘সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ’ নামে আরেকটি নাটক মঞ্চে এনেছিল। এটির নির্দেশনা দিয়েছিলেন হাবিবুল হাসান। ঢাকা থিয়েটার মঞ্চ ও পথনাটক মিলিয়ে ৪০টির মতো প্রযোজনা মঞ্চায়ন করেছে। 

ঢাকা থিয়েটারের দর্শকনন্দিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মুনতাসির ফ্যান্টাসি, ধূর্ত ওই, কেরামত মঙ্গল, কিত্তনখোলা, ত্রিরত্ন, শকুন্তলা, হাতহদাই, যৈবতী কন্যার মন, চাকা, বনপাংশুল, বিনোদিনী, প্রাচ্য,মার্চেন্ট অব ভেনিস, একাত্তরের পালা, দ্য টেম্পেস্ট ও নিমজ্জন।

‘ঢাকা থিয়েটারে’ একসময় নিয়মিত অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী আফজাল হোসেন, হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, জহির উদ্দিন পিয়ার, শহীদুজ্জামান সেলিম, শমী কায়সার, ফারুক আহমেদ, মাজনুন মিজান। যাদের অনেকেই পরে পর্দায় অভিনয় করে দেশজুড়ে পেয়েছেন তারকাখ্যাতি।

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হওয়া প্রসঙ্গে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘সত্যি কথা বলতে, এ বড় আনন্দের ক্ষণ। শত প্রতিকূলতা পেরিয়ে মঞ্চনাটকে এতটা বছর পার করে দেওয়া মুখের কথা নয়। কত প্রাণ আমাদের ছেড়ে চলে গেছে এই দীর্ঘ যাত্রায়। তাদের স্মরণ করছি শ্রদ্ধাভরে। যারা আজও আমাদের সহযাত্রী সবাইকে অভিনন্দন জানাই।’ 

৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী নাটক ও অনুষ্ঠানের পসরা সাজিয়েছে দেশের পুরনো এই নাট্য সংগঠন। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। পরে রাত ৮টায় মঞ্চস্থ করা হয় দলের জনপ্রিয় প্রযোজনা ‘প্রাচ্য’।