টোকিওতে ২৫০ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

জাপানের উয়েন’র টোকিও মেট্রোপলিটন আর্ট মিউজিয়াম এর ৩ নং সিটিজেন গ্যালারিতে শিনকিউকো আর্ট এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২৯ তম কিউকো বি হোন তেন ।

বাংলাদেশের ১৩ জন শিল্পী সহ প্রায় ২৫০ জন শিল্পীর ৬০৩টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে । প্রদর্শনীটি ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর শেষ হবে । ১লা অক্টোবর ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান । ৬৩ টি পুরস্কার ঘোষনা করা হয় । বাংলাদেশ , নেপাল , মঙ্গোলিয়া , মায়ানমার এর দূতাবাসের অতিথীবৃন্দ উপস্থিত ছিলেন ।বাংলাদেশ দূতাবাস টোকিও মান্যবর রাষ্ট্রদূত এর পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব ফরিদ শেখ ( মিনিষ্টার পলিটিক্যাল)।

বাংলাদেশের অতিথী শিল্পী ছিলেন জনাব প্রখ্যাত শিল্পী আবদুস শাকুর শাহ , শিল্পী গুরু আবুল খায়ের , শিল্পী মনিরুজামান মনির , শিল্পী জহির আহমেদ , শিল্পী এফ আর ভূটান , শিল্পী লিয়াকত আলী, শিল্পী টাইগার নাজির , শিল্পী ইনান , শিল্পী জহির উদ্দিন নিউটন , শিল্পী রবিন রাপ্পা, শিল্পী সজল সূত্রধর , চারকোল গ্যালারি বিডি’র কর্নধার ও কিউরেটর শিল্পী শারমিন রহমান খান  এবং শিল্পী সালমান হোসাইন । 

৬৩টি পুরষ্কারের মধ্যে ৫টি পুরষ্কার পায় বাংলাদেশের শিল্পীবৃন্দ। চারকোল গ্যালারি বিডি’র বিডি’র কর্নধার ও কিউরেটর শিল্পী শারমিন রহমান খান এর চিত্রকর্ম পুরস্কৃত হয়। এই চিত্র প্রদর্শনী শেষ হবে আগামী ৫ অক্টোবর। শিল্পী শারমিন বলেন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। জাপানের এত বড় বড় শিল্পীদের সাথে আমার চিত্রকর্মটি প্রদর্শীত হয়েছে ,তাতে আমি ভাগ্যবান মনে করছি নিজেকে। আমার চিত্রকর্মটি ছিলো রবিন্দ্রনাথের,শিরনাম তুমি রবে নিরবে। এই চিত্রকর্মটি তাদের ভাল লেগেছে এই আমার চরম পাওয়া আর পুরস্কৃত হয়েছে তাই  আমি  চির কৃতজ্ঞ থাকলাম শিনকিউকো আর্ট এসোসিয়েশন স্কলের প্রতি।